সবুজ ত্রিপুরা
২৫ এপ্রিল
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধিঃ টাকা দিতে না পারাই বিশালগড় মহকুমা হাসপাতালে মৃতদেহ আটকে রাখার অভিযোগ উঠল ডোমের বিরুদ্ধে সোমবার দুপুর বারোটায়। জানাযায় বিশালগড় ঘনিয়ামাড়া
এলাকার এক ব্যক্তি বিষ্ণু ঘোষ ফাঁসিতে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে চিকিৎসক বিষ্ণু ঘোষ কে মৃত বলো ঘোষণা করে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয়। তোমার বিশালগড় থানার পুলিশ ও বিশালগড় থানা কর্তব্যরত চিকিৎসকের উপস্থিতিতে ডোম মৃতদেহ ময়নাতদন্ত করার পর পরিবারের কাছে ৩০০০ টাকা দাবি করে বসেন।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
কিন্তু হতদরিদ্র পরিবার ৩০০০ টাকা দেওয়ার মত কোন সাধ্য নাই পরবর্তী সময়ে ডোম টাকা না দেওয়ায় মৃতদেহ মর্গে আটকে রাখেন বলে অভিযোগ করেন মৃত ব্যক্তির পরিবারের সদস্য এবং পাড়া প্রতিবেশী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার এসিস্ট্যান্ট
সাব-ইন্সপেক্টর প্রদীপ নাট্য সহ কনস্টেবল । এ নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গের সামনে ডোম ও মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের মধ্যে চলে বাকবিতণ্ডা। পরবর্তী সমিত তিন হাজার টাকার জায়গায় বারোশো টাকা দিয়ে ডোমের কাছ থেকে মৃতদেহ নিতে বাধ্য হয় মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা।
0 মন্তব্যসমূহ