শহরের সৌন্দর্যায়নের নামে বনদপ্তরের লক্ষ লক্ষ টাকার ঘোটালা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৫ এপ্রিল

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ শহরের সৌন্দর্যায়নের নামে বনদপ্তরের লক্ষ লক্ষ টাকার ঘোটালা! মহকুমা আধিকারিকের হাত ধরে। উদ্দেশ্য ছিল, শহরবাসীদের মধ্যে অতিমাত্রায়  অক্সিজেনের যোগান দেওয়া এবং শহরকে সৌন্দর্যায়ন  করা। 

এ যাত্রায় কোনটাই কাজে এলো না। গচ্ছা গেল সরকারি কোষাগারের অর্থ। এমনটাই অভিমত শহরবাসী সহ পৌরবাসীদের। জানা যায়, ২০২৩ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তেলিয়ামুড়া শহরকে সৌন্দর্যায়নের নামে বনদপ্তর থেকে পৌর পরিষদের অনুমতিক্রমে তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে ডিভাইডারের উপর সারিবদ্ধ ভাবে ফুলের টপে মূল্যবান গাছ লাগানো  হয়েছিল। কিন্তু টপ গুলি বসানোর কয়েক মাস যেতে না যেতেই সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে গাছ গুলি মারা যায়। ফলে তেলিয়ামুড়া পৌর পরিষদকে না জানিয়ে রাতের আঁধারে ফুলের টপ গুলি তুলে নিয়ে যায় বনদপ্তর। এবং সেগুলিকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল স্থিত বনদপ্তরের 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সেন্ট্রাল নার্সারিতে। সেখানে টপ গুলিকে যত্রতত্র ফেলে রাখা হয়,যা প্রত্যক্ষ করলে মনে হয় পরিত্যাক্ত'র মতো। যদিও নার্সারিতে গাছ পরিচর্যার দায়িত্বে থাকা এক মহিলাকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানান,, টপ গুলিতে নতুন করে গাছ রোপন করা হবে। পরবর্তীতে সেই গাছ গুলিকে বসানো হবে পুনরায় তেলিয়ামুড়া শহরের উপর ডিভাইডারের মধ্যে। নতুন করে আবার টপ গুলি বসানোর বিষয়টি নিয়ে দপ্তরের একাংশ 

কর্মীদের মধ্যে কানাঘুষা চলছে। কেননা টপ বসানোর বিষয়টি নিয়ে গত কিছুদিন পূর্বে সরকারি কোষাগারের অর্থ গচ্ছা গিয়েছিল, দপ্তরের কর্মীরা মনে করছে সেই গচ্ছার পরিমাণ এবার বৃদ্ধি পেতে পারে। কারণ, মহকুমা বণ আধিকারিক সাবির কান্তি দাস তেলিয়ামুড়া মহকুমায় কাজে যোগদান করার পর থেকেই দূর্নীতির মৌচাক বৃদ্ধি পেতে থাকে। যা দপ্তরের উদ্ধোতন কর্তৃপক্ষের ও অজানার কথা নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu