সবুজ ত্রিপুরা
২৫ এপ্রিল
মঙ্গলবার
কদমতলা প্রতিনিধিঃ করিমগঞ্জ শহরে জনতার হাতে আটক এক সুপারি চোরকে বেধড়ক পেটানোর পাশাপাশি তার শরিরে গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দেওয়ার ঘটনায় এলাকার বিভিন্ন মহলে
বিরুপ প্রতিক্রিয়া বিরাজ করছে।আহত চোরের অকপট স্বীকারোক্তি,আমি চুরি করেছি সত্যি কিন্তু রড গরম করে পেটানো সহ শরিরে ছ্যাঁকা দেওয়া কতটা গ্রহণযোগ্য?গ্রেপ্তারের পর আমাকে পুলিশের হাতে সমঝে না দিয়ে যারা নির্মমভাবে মারধর করেছেন তাদেরও শাস্তি হওয়া উচিত।চোরের এমন নানা প্রশ্নে এলাকার সচেতন মহলে স্বাভাবিক ভাবে নানা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।জনগণ কি পুলিশের প্রতি আস্থা হারাচ্ছেন?কেন কিছু
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
মানুষ বারবার আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে?এসব প্রশ্ন ঘুরপাক দিচ্ছে বিভিন্ন সমাজ সচেতন ব্যক্তিদের মনে।এ কান্ডে আক্রান্ত চোরের নাম নাসির উদ্দিন ২৮ । বাড়ি রাতাবাড়ীতে।
এদিন বিকেলে সে করিমগঞ্জের ছন্তর বাজারের এক দোকান থেকে সুপারি চুরি করে পালিয়ে যাবার সময় জনতার হাতে আটক হয়ে এই অমানবিক নির্যাতনের শিকার হয় বলে জানা গেছে।পরে পুলিশ তার কাছ থেকে এটিএম কার্ড,চেকবুক ও মাদকের সিরিঞ্জ উদ্ধার করে।
0 মন্তব্যসমূহ