ধর্মনগর বিবেকানন্দ শার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ষ বরণ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৮ এপ্রিল

মঙ্গলবার

ধর্মনগর প্রতিনিধিঃ পয়লা বৈশাখ স্বাগত বাংলা নববর্ষ ১৪৩০। পয়লা বৈশাখ সকল সঙ্কীর্ণতা, কূপমণ্ডূকতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা 

গড়তে উদ্বুদ্ধ করে। বাঙালির মনের ভেতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয়। বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পয়লা বৈশাখের বর্ষবরণের মধ্যে এই বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। রাজ্যের বিভিন্ন জায়গায় এই দিনটি উৎসবের মেজাজে অনুষ্ঠিত করা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে ধর্মনগর 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বিবেকানন্দ শার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ষ বরণ অনুষ্ঠান। ধর্মনগর পুর পরিষদ, জেলা শিক্ষা আধিকারিক, এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় স্পিকার বিশ্ববন্ধু সেন, 

জেলা শিক্ষা আধিকারিক সনত কুমার নাথ, বরিস্ট সাংবাদিক সমর চক্রবর্তী, সহ অন্যান্যরা । প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ সাংস্কৃতিক সংস্থা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu