২৪ জন প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সার্টিফিকেট প্রদান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৮ এপ্রিল

মঙ্গলবার

বিশালগড় প্রতিনিধিঃ বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার গকুলনগর এলাকায় মৈত্রী রাবার উৎপাদন সমিতির উদ্যোগে আট দিনব্যাপী রাবার গাছের টেপিং প্রশিক্ষণ শিবের আয়োজন করা হয়। 

উক্ত শিবিরে গকুলনগর এলাকার মোট ২৪ জনকে প্রশিক্ষণ দেয়া হয়। সোমবার গকুলনগর পন্ডিত চৌমুহনীস্থিত কালিবাড়ি মাঠ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মহোদয় উপস্থিত ছিলেন মৈত্রী রাবার উৎপাদক সমিতির সভাপতি শ্রী রাজেশ দেব সহ সভাপতি সুবীর চৌধুরী সহ রাবার বোর্ডের আধিকারিকগণ। তাছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 

বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ বমিক বিশ্বজিৎ সাহা চন্দন বণিক  পঞ্চায়েত প্রধান  বিশিষ্ট ব্যক্তিত্বরা অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন মৈত্রী রাবার উৎপাদক সমিতি এলাকার রাবার চাষীদের নিঃসন্দেহে উৎসাহিত করবে এবং সমষ্টিগত গুণগতমানের রাবার ছিট উৎপাদনের মাধ্যমে চাষীদের স্বনির্ভর এবং কর্মসংস্থানএর ব্যবস্থাকে ত্বরান্বিত করতে সাহায্য করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu