মহিষের তাণ্ডবে লন্ডভন্ড মাতাবাড়ি-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৪ মার্চ

 মঙ্গলবার

উদয়পুর প্রতিনিধিঃ মাতা ত্রিপুরা সুন্দরী কি চাইছেন না মাতাবাড়িতে মহিষ বলি বা পশু বলি। একি অশুব লক্ষণ গোটা মাতাবাড়ি জুড়ে। মাতাবাড়িতে বলি দেওয়ার জন্য নিয়ে আসা মহিষের তাণ্ডবে 

লন্ডভন্ড মাতাবাড়ি। মহিষের তাণ্ডবে ৬ থেকে ৭টি মোটর বাইক ভেঙে চুরমার। আহত হয় তিন থেকে চার জন। মাতাবাড়ি জুড়ে বিভিন্ন বাড়িতে মহিষের তাণ্ডব। মঙ্গলবার ৫১ পীঠের একপিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে অমাবস্যার পূজোতে বলি দেওয়ার জন্য একটি মহিষ নিয়ে আসা হয়। আর সেই মহিষটি মাতাবাড়ি 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

থেকে ছুটে গোটা মাতাবাড়ি এলাকায় চালালো ঘন্টা দুই এক তান্ডব। মহিষের আঘাতে গুরুতরা যখন দুই থেকে তিনজন। ৬০ থেকে ৬থেকে ৭ টি বাইক ভাঙচুর করে এই মহিষটি। পাশাপাশি মানুষের বাড়িতে ঢুকে বাড়িঘর ভাঙচুর চালায়। আর এই 

বিষয়টিকে সামনে রেখে মুহূর্তে  এলাকায় ব্যাপক চাঞ্চল ও ছড়ায়। এলাকার মানুষ প্রাণ বাঁচাতে নিরাপত্তের জায়গায় ছুড়তে থাকে। যদিও একটা সময় স্থানীয় বেশ কিছু সাহসী মানুষ সেই মহিষটিকে আয়ত্তে আনতে সক্ষম হয়। স্থানীয় লোকজনরা কেউ কেউ বলছেন এটি হয়তো কোন অশুভ লক্ষণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu