সবুজ ত্রিপুরা
১৪ মার্চ
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধিঃ বিশালগড়ে ধরে কোন কিছুতেই চুরির ঘটনা বন্ধ হচ্ছে না। আবারো সোমবার রাতে বিশালগড় আনন্দমার্গ স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। আজ মঙ্গলবার
সকালে স্কুল খোলার পর এই চুরির ঘটনাটি নজরে আসে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের। জানা গেছে স্কুলের স্টোর রুমের বেড়া কেটে চোরের দল স্কুলের ভেতরে প্রবেশ করে স্কুলের অনেক মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার আনন্দমার্গ স্কুল কর্তৃপক্ষ বিশালগড় থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে পুলিশ যেন সুস্থ তদন্তের মাধ্যমে এই তুরিকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করে।
স্কুল কর্তৃপক্ষ থেকে জানা গেছে এই নিয়ে স্কুলে দুই দুইবার চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ স্কুলের পাশে শ্যামা সাধুর আশ্রমে প্রতিদিন নেশার রমরমা আসর বসে আর তাই অনেকের সন্দেহ এই আশ্রম থেকেই নেশা করে চোরের দল চুরি কান্ডের পরিকল্পনা নেয় তাই এই আশ্রমে নেশার রমরমা আক্তার বন্ধ করারও যেন ব্যবস্থা করে পুলিশ।
0 মন্তব্যসমূহ