ফাঁসি লেগে আত্মঘাতী মাঝবয়সী এক মহিলা-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১৪ মার্চ

 মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ ফাঁসি লেগে আত্মঘাতী  মাঝবয়সী এক মহিলা ঘটনাটি সংঘটিত হয়েছে  রবিবার রাত অনুমানিক সাতটা নাগাদ উত্তর জেলার কদমতলা থানাধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের 

রানীবাড়ি চা বাগানের দক্ষিণ লাইন ২নং ওয়ার্ড় এলাকায়। নিজ বাবার বাড়িতে থাকা বসত ঘর থেকে চাঁদনী কোদাল নামের এক মাঝ বয়সী এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।ঘটনার বিবরনে জানা যায় চাঁদনী কোদাল নামের স্বামী পরিত্যক্তা মাঝ বয়সি মহিলা নিজ মৃত বাবা শম্ভু কোদালের বাড়িতে নিজের একমাত্র ছেলেকে নিয়ে থাকত। আজ বাড়ির লোকের অজান্তে নিজ 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বসত ঘরে গলায় দড়ি দিয়ে ফাঁসি লেগে আত্মঘাতী হয়। হঠাৎ করে নিজ ছোট বোন  এই দৃশ্য প্রত্যক্ষ করে চিৎকার করাতে বাড়ির অন্যান্য লোকজন জড়ো হয়। পরবর্তীতে খবর দেওয়া হয় কদমতলা থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা 

সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে  নিয়ে আসে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করলেও মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশায় পুলিশ ও পরিবারের লোকজন। আজ সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu