ইন্টিগ্রেটেড আর,এস,এস,মেকিং ইউনিটের শুভ শুচনা-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১৪ মার্চ

 মঙ্গলবার

পানিসাগর প্রতিনিধিঃ তেরোই মার্চ উওর জেলার পানিসাগর থানাধীন যুবরাজনগর আনন্দবাজার স্থিত রাবার প্রডিউচার সোসাইটি তে অনুষ্ঠিত হয় ইন্টিগ্রেটেড আর,এস,এস,মেকিং ইউনিটের শুভ শুচনা অনুষ্টান।ফলক উন্মোচন সহ ফিতা কেটে শুভ শুচনা 

করেন রাবার বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর আই,আর,এস ডঃ কে,এন,রাগভন।এছাড়াও উপস্থিত ছিলেন আর,পি,এস এর প্রেসিডেন্ট সমরজিৎ নাথ,সংস্থার যুগ্ম সচিব শৈলজা মেডাম সহ স্থানীয় এলাকার বিশিষ্ট জনেরা।উদ্ভোদনী অনুষ্টান শেষে ডঃ কে,এন,রাগভন জি নবনির্মিত সেন্টারটি পরিদর্শন সহ সেন্টারটির বিভিন্ন ধরনের পরিকাটামোগত দিক খতিয়ে দেখেন।পাশাপাশি এই অত্যাধুনিক ইউনিটটি নির্মাণ হওয়াতে স্থানীয় এলাকার রাবার শ্রমিকরা বিগত দিনের 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

তুলনায় এই আধুনিক মান সম্পন্ন মেশিনের সাহায্যে উৎপাদিত রাবারের গুনগতমানকে আরও সমৃদ্ধ সহ নিজ নিজ আর্থিক বুনিয়াদকে আরও সুদৃঢ় করতে পারবে বলে মত ব্যাক্ত করেন।এই ইউনিটটিতে আধুনিক মানের মেশিনের সাহায্যে রাবারের সীট তৈরী সহ উন্নত পদ্ধতিতে ধূয়া ব্যাবহারের মাধ্যমে 

বর্তমান রাবারের গুনগত মান সহ আর্থিক যোগান অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যুবরাজনগর বিধানসভায় রাবার শিল্পে এই ধরনের আধুনিক মান সম্পন্ন মেশিনের সংযোজন হওয়াতে গোটা উওর জেলা সহ যুবরাজনগর বিধানসভার রাবার চাষি সহ বাগান মালিকের রাবার বোর্ড কে স্বাধুবাদ জানিয়েছেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu