৬ মার্চ
সোমবার
ধর্মনগর প্রতিনিধিঃ রাজনৈতিক হিংসা যেনো কিছুতেই পিছু ছাড়তে চাইছে না উত্তর জেলায় । এবার যুবরাজনগর বিধানসভা এলাকায় শাসক দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে শাসকদলীয় দুর্বৃত্তদের হামলা,অভিযোগ আক্রান্ত মহিলা পূর্ণিমা দেবের ।
ঘটনা উওরের ৫৭ নং যুবরাজনগর বিধানসভার পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের অধীন ৭ নং ওয়ার্ডে । ঘটনার বিবরণে জানা যায় স্থানীয় এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা এই ঘটনা সংগঠিত হয় রবিবার রাতে । এদিন রাতেই দমকল বিভাগে এই খবরে যেতেই ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠায় দমকল কর্মীরা,দমকল কর্মীরা জানায় মহিলার নাম পূর্ণিমা দেব বয়স (৬৭),বাড়ি পশ্চিম দেওয়ানপাশার ৭ নং ওয়ার্ডে স্বামী
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
মৃত শ্যামল দেব,দমকল কর্মীরা জানায় স্থানীয় লোকেদের দ্বারা আক্রমণের শিকার হন উক্ত মহিলা,এমনটাই জানা গেছে স্থানীয়দের কাছ থেকে । এদিকে আহত মহিলা পূর্ণিমা দেব জানান,স্বামী মারা যাবার পর প্রায় ৫ মাস যাবত উনারা দলীয় কোন কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে জড়িত নয়,কিন্তু তাঁর পরিবার শাসক দল বিজেপি সমর্থিত । কিন্তু রবিবার রাতে শাসক দল আশ্রিত কিছু দুর্বৃত্তদের দ্বারাই আক্রান্ত হতে হয় তাঁকে । সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি তাদের নাম
জানান,স্থানীয় এলাকার অভি নন্দী,নিরঞ্জন ধর ও শ্রীবাস দেব একি সাথে নাকি আক্রমণ চালায় তাঁর ওপর এমনটাই অভিযোগ করেন আক্রান্ত মহিলা পূর্ণিমা দেব । পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করে । বর্তমানে ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
0 মন্তব্যসমূহ