সবুজ ত্রিপুরা
৬ মার্চ
সোমবার
বিশালগড় প্রতিনিধিঃ নির্বাচন ফলাফলের পর বিশালগড় মহকুমা এলাকা জুড়ে সন্ত্রাসে জেরে আতঙ্কিত জনগণ। নির্বাচন রেজাল্ট বের হওয়ার পর শাসকদলের কর্মী থেকে শুরু করে বিরোধী দলের কর্মীদের
বাড়িঘরে বোমা নিক্ষেপ অগ্নি সংযোগ বাড়ি করে বেড়ে চলছে। এমনি এক ঘটনা ঘটলো গতকাল গভীর রাতে বিশালগড় থানা দিন করই মোরা এলাকার বিজেপি কর্মী দিলীপ বণিকের বাড়িতে দুষ্কৃতিকারীরা বোমা নিক্ষেপ করে । জানা যায় দিলীপ ণিকের পরিবারের সদস্যরা রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে হঠাৎ রাত্রি আনুমানিক দুইটা নাগাদ বিজেপি কর্মী দিলীপ বণিকের বাড়িতে একদল দুষ্কৃতিকারীরা বোমা নিক্ষেপ করে পরিবারের লোকজন এবং এলাকাবাসী বোমার আওয়াজ পেয়ে আতঙ্কিত হয়ে ওঠে পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে ছুটে যান বিশালগড় থানা পুলিশ। রাজ্যের নির্বাচন কমিশন জিরো পোল ভায়োলেন্স নিয়ে স্থানে স্থানে বৈঠক করে রাজ্যে নির্বাচন রেজাল্ট এর পর কোন ধরনের অপৃতকর ঘটনা যাতে না ঘটে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করে কিন্তু রেজাল্ট ঘোষণা হওয়ার পর
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বিশালগড় মহকুমার চরিলাম বিশালগড় করই মোরা গোকুলনগর সহ একদল দুষ্কৃতিকারীরা রাত্রি এগারো টার পর বাড়ি গড়ে হামলা এবং ফোনের মাধ্যমে হুমকি ও বোমা নিক্ষেপ করে। আর সেই
সমস্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণ আতঙ্কেতে বসবাস করছে। এখন দেখার বিষয় মন্ত্রিসভা গঠন হওয়ার পর বর্তমান শাসক দল কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। যদি শাসক দল দুষ্কৃতিকারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে আগামী নির্বাচনে সাধারণ জনগণ নীরবে বুটের মধ্য দিয়ে সে দলকে ক্ষমতা থেকে সরে দিতে বাধ্য হবে।
0 মন্তব্যসমূহ