গোমতী জেলার যুব মোর্চার উদ্যোগ রক্তদান শিবির-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২১ মার্চ

মঙ্গলবার

উদয়পুর প্রতিনিধিঃ রক্তের কোন বিকল্প নেই। রক্ত বাজারে কিনতে পাওয়া যায় না।আমার - আপনার শরীরের রক্ত দান করে একজন রোগী কে বাঁচানো যায়। উদয়পুর ভারতীয় জনতা পার্টির জেলা 

কার্যালয়ে এ কথা গুলো বলেন রাজ্যের অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। মঙ্গলবার উদয়পুর ভারতীর জনতা পার্টি কার্যালয়ে  গোমতী জেলার যুব মোর্চার উদ্যোগ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্ত দান শিবির অনুষ্ঠানে উদ্বোধন  করেন রাজ্যের অর্থ মন্ত্রী 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

প্রনজিৎ সিংহ রায়, এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, যুব মোচার গোমতী জেলার সভাপতি সুকান্ত সাহা, রাধাকিশোরপুর মন্ডল 

সভাপতি প্রবীর দাশ সহ প্রমুখরা। এই রক্ত দান মহৎ দান এর কোন বিকল্প নেই।এই রক্ত দানে ধর্ম, বর্ন,জাত,পাত নেই।কোন রোগী যাতে রক্তের জন্য অসুবিধায় না পড়ে সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সবার কাছে আবেদন করেছেন।তাই রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu