সবুজ ত্রিপুরা
২১ মার্চ
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধিঃ চড়িলাম পরিমল চৌমুহনি এলাকায় এক কৃষকের সব্জি ক্ষেত ধ্বংস করে দিলো দুষ্কৃতিকারীরা সোমবার গভীর রাতে, কান্নায় ভেঙে পড়েন কৃষকের পরিবার ক্ষতি গ্রস্ত জমিতে। জানাযায় চড়িলাম পরিমল চৌমুনী এলাকায়
কৃষক গৌতম দেবনাথ ও তার সহধর্মিনী রিঙ্কু দেবনাথ অনেক টাকা খরচা করে কৃষি জমিতে বিভিন্ন সব্জি ফসল লাগিয়েছিলেন কিন্তু সোমবার গভীর রাতে একদল দুষ্কৃতিকারীরা উনার কৃষি জমিতে লাগানো সমস্ত সব্জি গাছ মাটি থেকে উগড়ে ফেলে দেয়, পাশাপাশি অনেক সব্জি গাছগুলো গোড়ায় কেটে দিয়ে ধ্বংস করে দেয়। মঙ্গলবার সকাল ৮ টায় কৃষি জমিতে জল দিতে এসে এমন অবস্থা দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক গৌতম দেবনাথ সহ উনার সহধর্মিনী রিঙ্কু দেবনাথ। তবে উক্ত ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে বিশালগড় থানায় গার্হস্থ্য হলেন রিঙ্কু দেবনাথ সহ উনার পরিবারের লোকজন।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
উক্ত বিষয়ে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেন গৌতম দেবনাথের সহধর্মিনী রিঙ্কু দেবনাথ। জানা যায় প্রতিনিয়ত চড়িলাম বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক প্রতিহিংসা হিংসা যেন কোনোভাবেই বন্ধের জন্য কোনভাবেই নাম নিচ্ছে না। প্রায় প্রতিনিয়ত চরিলাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রাতের আধারে
দুষ্কৃতিকারীরা প্রতিনিয়ত মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছে এমন কি যে সমস্ত বাড়ি করে আক্রমণ করতে পারছেন না ।তাদের বিভিন্ন কৃষি জমিতে আক্রমণ চালিয়ে সমস্ত কৃষি জমি কিছু নষ্ট করে দিচ্ছেন দুষ্কৃতি কারীরা। যদি এমন ভাবেই চলতে থাকে তাহলে আর বেশি দিন নেই যখন নিজেরা নিজেদের মধ্যে এক প্রকার হানাহানিতে লিপ্ত হয়ে উঠবে। তাই উক্ত বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এর দাবী জানাচ্ছেন এলাকাবাসী।
0 মন্তব্যসমূহ