সবুজ ত্রিপুরা
২১ মার্চ
মঙ্গলবার
ধর্মনগর প্রতিনিধিঃ মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ধর্মনগর রেল স্টেশন থেকে ৩০ কেজি শুকনো গাঁজা সমেত তিন পাচারকারীকে আটক করলো ধর্মনগর থানার পুলিশ । ধৃতরা যথাক্রমে মোস্তফা আহমেদ,
শিপন দে ও হেফজুল শেখ । উভয়ের বাড়ি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় । তাদের বুধবার ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে ধর্মনগর থানার পুলিশ। পুলিশ আরো জানিয়েছে,
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
ধৃতদের পিট ব্যাগ থেকে ছোট বড় মোট ১৬ প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে । উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল
আনুমানিক তিন লক্ষ টাকা হবে বলে জানায় পুলিশ । বর্তমানে মামলা তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে । ধৃত তিন পাচারকারী আগরতলা থেকে রেলযোগে করে ধর্মনগর রেলস্টেশন এসেছিল । সেখান থেকে বাসে করে বহিঃ রাজ্যে পারি দেবার কথা ছিলো তাদের । পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
0 মন্তব্যসমূহ