সবুজ ত্রিপুরা
২৪ মার্চ
শুক্রবার
কদমতলা প্রতিনিধিঃ গত দীর্ঘদিন ধরে আসামের হাইলাকান্দি জেলার হাইলাকান্দি ভায়া সরসপুর হয়ে শনবিলের সংযোগকারি একমাত্র সড়কটি বেহাল হয়ে পড়ে আছে।
এ ব্যাপারে স্থানীয় জনগণ আলগাপুর সমষ্টির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সহ লোক নির্মাণ বিভাগকে এ বিষয়ে বারবার অবগত করালেও উনারা কর্ণপাত করেননি বলে অভিযোগ।অবশেষে নিরুপায় হয়ে এলাকার ভক্তভোগী জনগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা গতকাল সকাল থেকে উক্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।এক সময়ে প্রতিবাদি জনতা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার অকমর্ন্যতার জন্য তাদের কুশপুতুল দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেন।এতে আঁতে ঘাঁ লাগে রাজনৈতিক নেতা চামচাদের।এমন সময়ে পেশাগত কারনে এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে নেতাদের পালিত চামচাদের হাতে আক্রমনের শিকার হতে হয় জনাকয় কর্মরত সাংবাদিককে।তাদের আক্রমণে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
সংবাদ কর্মীদের ক্যামেরা মোবাইল সহ বেশ কয়েকটি মাইক্রোফোন বুম ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়।এমনকি অল্পবিস্তর আহতও হন কয়জন সংবাদকর্মী।পরে সাংবাদিকেরা এ কান্ডে জনৈক মজিবুর রহমান তাপাদারকে মুল অভিযুক্ত সাব্যস্ত করে সরসপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে বরাক উপত্যকার সাংবাদিক মহল সহ সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়া বিরাজ করছে।ঘটনার পর পুলিশ তদন্তে নেমে আজ অভিযুক্ত মজিবুরকে আটক করে টানা জিঙ্গাসাবাদ শুরু করেছে।বাকিদের ধরতে সবদিকে পুলিশি জাল বিছানোর খবরও পাওয়া গেছে।
0 মন্তব্যসমূহ