কদমতলা থানায় কংগ্রেস সিপিআইএমের যৌথ ডেপুটেশন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৪ মার্চ

 শুক্রবার

কদমতলা প্রতিনিধিঃ বুধবার কদমতলা থানায় কংগ্রেস সিপিআইএমের যৌথ ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে কদমতলা অটোরিকশা,এবং ই রিক্সা চালক সমিতির কর্মকর্তাদের থানায় এসে দেখা করার 

জন্য বলেছিলেন অফিসার ইনচার্জ সুবীর মালাকার।সেই মোতাবেক বৃহস্পতিবার রাত ৮ ঘটিকায় থানায় হাজির হয়ে সাফাই গাইলেন তারা।তাদের উপর আনিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন BMS এর কর্মকর্তারা সহ স্থানীয় জনাকয়েক অটোচালক।প্রসঙ্গত উল্লেখ্যত্রিপুরা রাজ্যে নির্বাচনী ভোট গণনা পরবর্তী সময়ে রাজ্যের রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী সন্ত্রাসের পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলার ৫৪ কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিরোধীদের 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বিভিন্নভাবে ভয় ভীতি হুমকি সহ দুটো চালকদের রাস্তায় গাড়ি চালাতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ করেছিলেন ৫৪ কুর্তি কদমতলা কেন্দ্রের বাম কংগ্রেস জুট প্রার্থী ইসলাম উদ্দিন সহ এক প্রতিনিধি দল।এ বিষয়ে বুধবার তারা কদমতলা থানায় লিখিত অভিযোগ জানিয়ে ডেপুটেশনে মিলিত হয়েছিলেন কদমতলা থানার ওসির সাথে।সেই অভিযোগ পেয়ে 

থানার ওসি সুবীর মালাকার অটো এবং টোটো চালক সমিতি কদমতলা শাখার কর্মীদের থানায় এসে দেখা করার বিষয়ে জানিয়েছিলেন।অশেষ ডাক পেয়ে যথারীতি তারা বৃহস্পতিবার রাতে কদমতলা থানায় এসে দেখা করেন এবং উক্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।এ বিষয়ে সংবাদপত্রের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান অভিযুক্ত চালক সমিত সহ জনাকয়েক অটো চালক ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu