১৫০ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ন এর উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৪ মার্চ

 শুক্রবার

কদমতলা প্রতিনিধিঃ আজ সকাল ১১ ঘটিকার সময় আনন্দপুর বিএসএফ ক্যাম্পে ১৫০ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।। সিভিক অ্যাকশন প্রোগ্রামে মূলত বর্ডার অঞ্চলের বসবাসকারী  দারিদ্র সীমার 

নিচে বসবাস কারী জনগণের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন।সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাই সাইকেল বিতরণ অসহায় দরিদ্র মহিলাদের সেলাই মেশিন বিতরণ এবং কম্বল,স্কুলে ক্রিয়া সামগ্রী খাতা,বই,কলম পর্যন্ত দিয়ে থাকেন। আজকের এই সিভিল একশন প্রোগ্রামে বিনামূল্যে মেগা স্বাস্থ্যশিবির আয়োজন করা হয়।স্বাস্থ্য শিবিরে মোট পাঁচজন ডাক্তার বিনামূল্য ট্রিটমেন্ট করেন এবং ফ্রিতে ওষুধ বিতরণ করেন। সবগুলিই হচ্ছে বিএসএফ কর্তৃপক্ষের দ্বারা।আনন্দপুর ভিবিওপি ক্যাম্প কলসিমুর,উত্তর কলমচৌড়া কমলনগর,আনন্দপুর বাতাধলা মতিনগর দরিদ্র মহিলা এবং ছাত্রছাত্রীদের হাতেবাই সাইকেল তুলে দেন বিএসএফ কর্তৃপক্ষ। বিএসএফ শুধু বর্ডার অঞ্চলে অতন্দ্র প্রহরির ভূমিকা এবং দায়িত্ব-কর্তব্য নিজে করে থাকে তাই না তার পাশাপাশি আর্থিক সামাজিক উন্নয়নের পক্ষেও 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

অনেক কাজ করে থাকেন।তারা সীমান্তবর্তী মানুষের সুখে দুখের পাশে আজীবন পর্যন্ত কর্তব্য করেন।আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাত গ্রাম সভার পঞ্চায়েত প্রধান এবং সাধারণ বেনি ফিসারিরা।তাছাড়া কমলনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার শুভজিৎ রায় ডাক্তার কুন্তল রায় তাছাড়া বিএসএফের পক্ষে এমবিবিএস ডাক্তার ছিলেন এলএন শেদক এবং আয়ুর্বেদিক  ডাক্তার সুজিত দাস,আয়ুর্বেদিক ফার্মাসিস্ট বিমল চন্দ্র ঘোষ। অসহায় দরিদ্র বৃদ্ধ এবং বৃদ্ধাদের 

মহিলাদের ছোট ছেলেমেয়েদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাক্তারবাবু বিনামূল্য চেক আপ করে ঔষধ প্রদান করেছেন। সকাল দশটা  হইতে একটা পর্যন্ত ওষুধের জন্য লাইন এবং বিনামুল‍্যের চিকিৎসা করানোর জন্য লাইন। তারপরেও মোট একশো বিষ জনের হাতে বিনামূল্যে ওষুধ তুলে দেন।এমন ধরনের সুযোগ সুবিধা পেয়ে এলাকার মানুষ খুবই খুশি ও আনন্দিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu