৩০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করলো চুরাইবাড়ি থানার পুলিশ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২১ মার্চ

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ আজ মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা ও সেকেন্ড ওসি হরেন্দ্র দেববর্মার নেতৃত্বে  ৮ নং আসাম আগরতলা 

জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন সময়ে AS01DD/5636 নম্বরের লরি থেকে পঁয়ত্রিশ প্যাকেটে ৩০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।সাথে আটক করা হয় লরি চালক মফিজুল হক পিতা সফিউল হককে।তার বাড়ি আসামের  ধুবুরি জেলার জগরাপাড়া এলাকায়।

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এদিকে মহাকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল আনুমানিক পঁয়ত্রিশ লক্ষ টাকা।এই 

গাঁজা গুলি লরির কেভিনে গোপন চেম্বারে করে আগরতলা এলাকা থেকে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।বর্তমানে গাঁজা সহ লরি ও চালক চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে। চুড়াইবাড়ি থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে। আগামী কাল বুধবার ধৃত চালককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu