উদয়পুর টেপানিয়া এলাকায় ডাকাতির ঘটনা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২১ মার্চ

মঙ্গলবার

উদয়পুর প্রতিনিধিঃ সোমবার সন্ধ্যায় উদয়পুর টেপানিয়া এলাকায় ডাকাতি উত্তপ্ত সংঘটিত হয়। মুখে কালো কাপড় বেঁধে ৩ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতের দল। আর এ ঘটনাকে কেন্দ্র করে 

সোমবার সন্ধ্যা রাতে ব্যাপক চঞ্চল ছড়ায় গোটা টেপানিয়া এলাকায়। সংবাদের জানা যায় সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ টেপানিয়া হাসপাতাল সংলগ্ন এলাকায় দিলীপ দেবনাথের বাড়িতে তিনজন মুখে কালা কাপড় বেঁধে দিলীপ দেবনাথের স্ত্রীকে ধারালো অস্ত্র দেখিয়ে বাড়ির সকল বৈদ্যুতিক লাইট অফ করে চালায় এ ডাকাতের দল। ঘরে থাকার তিন লক্ষ আশি হাজার টাকা 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

নিয়ে যায় তিনজন ডাকাতের দল। এদিকে দিলীপ দেবনাথ স্ত্রী জানান কাউকেই শনাক্ত করতে পারে নি তিনি কারণ তিনজনে কালো কাপড়ে 

কালো চশমা এবং কালো মাক্স লাগিয়ে উনার বাড়িতে এই ডাকাতি করেছে। যদিও এ ঘটনার অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে তদন্তে নামে আর কে পুর থানার ASI অর্জুন মজুমদার। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যে সকল জিনিসের উপর সন্দেহ সে সকল জিনিস গুলি আইডেন্টিফাই করেন। এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu