সবুজ ত্রিপুরা
২১ মার্চ
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ সরকারি জায়গায় কোনো অনুমোদন ছাড়াই BMS সমর্থিত টমটম ই রিস্কা সংগঠনের অফিস গজিয়ে উঠলো রাতারাতি। অথচ এই জায়গাটি ভেন্ডিং জুন এলাকা বলে বিবেচিত।
ঘটনা জাতীয় সড়কের সংলগ্ন তেলিয়ামুড়া ফল বাজার চৌমুহনী এলাকায়। সরকারি নিয়ম অনুযায়ী পৌর পরিষদ এলাকায় নতুন ঘর নির্মাণ করার আগে পৌর পরিষদ থেকে অনুমোদন নিতে হয়। কিন্তু টমটম ই রিস্কা সংগঠনের কর্মীরা এবং নেতৃত্ব রাতারাতি তাদের অফিস ঘর তৈরি করে ফেলে কোন প্রকার অনুমোদন ছাড়াই। প্রশ্ন থেকে যায় ওইসবকর্মীরা কার অনুমতিতে সরকারি জায়গা দখল করে তাদের অফিস গড় তৈরি করেছে? এদিকে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর ও কোন কাগজপত্র ছাড়াই নবনির্মিত অফিস ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেয়। এ ব্যাপারে এক BMS সমর্থিত কর্মীকে জিজ্ঞাসা করা হলে তিনি সাফ জানিয়ে দেয় না ঘর তৈরি করার কোন অনুমোদন নেই এবং প্রয়োজনীয় কাগজপত্র ও নেই। তবে সে জানায় টমটম ই রিকশা সংগঠনের সম্পাদক উত্তম
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বণিকের সাথে কথা বলার জন্য। কিন্তু উত্তম বণিককে খোঁজ করেও পাওয়া যায়নি। অপরদিকে এ প্রসঙ্গে তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন,, ভেন্ডিং জুন এলাকায় এই ঘর তোলার জন্য কোন অনুমোদনই দেন নি । প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ওই অফিস ঘরে কিভাবে কিভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো সে ব্যাপারে খোঁজখবর নিবেন চেয়ারম্যান রূপক সরকার। তিনি এটাও জানালেন আগামী কয়েক দিনের মধ্যে নবনির্মিত অফিস ঘরটি কিভাবে তৈরি করা হলো বিনা অনুমতিতে এ ব্যাপারে সংগঠনকে নোটিশ দেওয়া হবে তেলিয়ামুড়া পৌর
পরিষদ অফিস থেকে। মূলত, ওইসব কর্মীরা বিনা অনুমতিতে এমন কাজ করে বিজেপি দল কে এবং পৌর পরিষদকে করতে চাইছে। অপর একটি সূত্রে জানা যায় ওই সংগঠনের অধিকাংশ কর্মী সমর্থকরা বাম দলের ঠেঙ্গারের বাহিনী ছিল। তাই তারা অবৈধ কাজ সম্পাদন করে বিজেপি দল এবং সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে খবর।
0 মন্তব্যসমূহ