দাঁড়িপাল্লায় উঠল মন্ত্রী! অভিনব পদ্ধতির সংবর্ধনায় লাড্ডু বিতরণ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৪ মার্চ

 মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ মন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর নিজ বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিন সংবর্ধনায় ভাসছেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ইতিমধ্যে 

মন্ত্রীকে সামনে রেখে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে বিজয় উৎসব সম্পন্ন হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় নবনির্বাচিত বিধায়ক সহ মন্ত্রীদের সংবর্ধনা চলছে বেশ সাড়া জাগিয়ে। তবে আজ অত্যন্ত অভিনব পদ্ধতিতে সংবর্ধিত করা হলো মন্ত্রী বিকাশ দেববর্মাকে। নিজ বিধানসভা এলাকার অন্তর্গত খাসিয়ামঙ্গল বাজারে আজ স্থানীয় কার্যকর্তাদের সাথে দেখা করতে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। স্থানীয় স্তরের কার্যকর্তারা বিকাশ দেববর্মাকে সংবর্ধনা জানাতে গিয়ে মন্ত্রী বাহাদুরকে বাজারের ওজন পরিমাপক দাঁড়িপাল্লায় বসিয়ে দেন। এরপর মন্ত্রীর সম ওজনের (৭৪ কেজি) লাড্ডু সংশ্লিষ্ট বাজারসহ গোটা এলাকার সাধারণ মানুষের মধ্যে 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বিতরণ করা হয় শুভেচ্ছা স্মারক হিসেবে। গোটা বিষয়টা নিয়ে সাধারণ বিজেপি কার্যকর্তা, উপস্থিত নেতৃত্ব সহ সমস্ত অংশের মধ্যে দারুন উদ্দীপনা তৈরি হয়। এদিকে এই বিষয় নিয়ে নিজেও অত্যন্ত রোমাঞ্চিত, এমনটাই অভিমত ব্যক্ত করতে গিয়ে বললেন রাজ্যের নবনিযুক্ত উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব্বর্মা। বরাবরের মতোই শ্রী দেববর্মা আজ আরও একবার দাবি করলেন মন্ত্রী হিসেবে নয়, সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে গোটা রাজ্যের সাথে সাথে নিজ বিধানসভা 

এলাকার সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে সচেষ্ট থাকবেন। দাঁড়িপাল্লায় উঠিয়ে নিজ ওজনের সম ওজনের লাড্ডু বিতরণ সম্পর্কে সহাস্য বদনের বিকাশ দেববর্মার উক্তি হচ্ছে কার্যকর্তারা নিজেদের ইচ্ছেমতো স্বাধীনভাবে উচ্ছাস যে দেখাচ্ছেন, এটা তারই বহিঃপ্রকাশ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu