নলছড়ের বিজেপির প্রাক্তন বিধায়ক আক্রান্ত-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১৪ মার্চ

 মঙ্গলবার

বক্সনগর প্রতিনিধিঃ বিজেপি দলের দ্বিতীয় সরকার ক্ষমতায় আসার পর আইনের শাসনকে একেবারে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সন্ত্রাস শুরু করেছে একাংশ সমাজবিরোধী এবং সন্ত্রাসী। নলছর বিধানসভা 

কেন্দ্রের সদ্য প্রাক্তন হওয়া বিধায়ক সুভাষচন্দ্র দাস শনিবার সন্ধ্যায় আক্রান্ত হয়েছেন কয়েকজন দুষ্কৃতকারীর দ্বারা,, নিজ গ্রাম চন্দনমুরার বিদ্যালয়ের মাঠে। যে স্থানের দূরত্ব সুভাষচন্দ্র দাশের বাড়ি থেকে ঢিল ছোড়া। সমাজ দ্রোহী ও সন্ত্রাসী বলে পরিচিত লিটন দাস সায়ন দাস বিক্রম দাস অভিনাশ দাস সহ আরো 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

দুই তিন জন এই ঘটনা ঘটায়। স্থানীয় লোকজন এবং বিধায়কের দুই ছেলে আক্রমণকারীদের প্রতিরোধে এগিয়ে এলে এর া  বিধায়ক সহ তার দুই ছেলেকে মারধর করে । যাওয়ার সময় ধমকি ও  

হুমকি দিয়ে যায় এই বলে,, বিধায়ক সহ তার দুই ছেলেকে প্রাণে মেরে ফেলে বাড়িঘর জ্বালিয়ে পুরিয়ে দেবে কিছুদিনের মধ্যেই । স্বাভাবিকভাবে ই সদ্য প্রাক্তন হওয়া বিধায়ক সুভাষচন্দ্র দাস সোনামুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রমণকারীদের বিরুদ্ধে এবং দলীয় ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে ঘটনার বিবরণ জানিয়েছেন ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu