সবুজ ত্রিপুরা
১৫ মার্চ
বুধবার
ধর্মনগর প্রতিনিধিঃ ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যুমুখি এক ই-রিক্সা চালক। ঘটনা মঙ্গলবার সন্ধ্যারাতে ধর্মনগর জেইল রোড স্থিত উৎসব হোটেলের সম্মূখে। জানাগেছে মঙ্গলবার সন্ধ্যায় ধর্মনগর শহর থেকে
দেওয়ানপাশার অভিমুখে একটি নম্বর বিহিন ই-রিক্সা যাচ্ছিল। উল্টো দিক থেকে TR01H1868 নাম্বারের মাল বুঝাই একটি লরি আসছিল। দুটি গাড়িই জেইল রোডের উৎসব হোটেলের সামনে আসতেই মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ই রিক্সা চালাক রঙ্গলাল
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
গোয়ালা মারাত্মক ভাবে জখম হন। দুর্ঘটনা দেখে প্রত্যক্ষদর্শিরা ঘটনাস্থল ছুটে আসেন। খবর যায় ধর্মনগর দমকল বিভাগে।
ধর্মনগর দমকল অফিসের কর্মীরা ঘটনাস্থল এসে আহত দের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত ই রিক্সা চালকের চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ ।গোটা বিষয়ে অবগত হয় এবং দুর্ঘটনা গ্রস্ত লরি এবং ই রিক্সাটি ধর্মনগর থানায় নিয়ে যায়।
0 মন্তব্যসমূহ