সবুজ ত্রিপুরা
১৫ মার্চ
বুধবার
ধর্মনগর প্রতিনিধিঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ভষ্মিভূত। ঘটনা সোমবার গভীর রাতে ধর্মনগর দেওয়ানপাশা তিন নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায়। জ্বলে যাওয়া দোকানের মালিক সমরজিৎ সিনহা
জানিয়েছেন দোকানের পেছনেই উনার বসত বাড়ি রয়েছে। রাত আনুমানিক পোনে তিনটে নাগাদ উনার দোকানের উল্টোদিকে থাকা একটি ক্যাবিনেটের কর্মচারি আগুন দেখতে পেয়ে উনাকে এসে ডাক দেয়। সঙ্গে সঙ্গেই উনি বেরিয়ে দেখতে পান আগুন অনেকটাই ছড়িয়ে পরেছে। খবর দেওয়া হয় ধর্মনগর ফায়ার
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
সার্ভিসে।ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করলেও আগুনে দোকানের প্রায় অধিকাংশই জ্বলে গেছে। সমরজিৎ সিনহা আরো জানিয়েছেন উনার দোকানের দুটি তালা ভাঙ্গা অবস্থায় মাটিতে পাওয়া গেছে।তা থেকেই জ্বলে যাওয়া দোকান গুলোর মালিকদের ধারনা দোকানে চুরি করার পর চোরেরাই দোকানে
আগুন দিয়ে পালিয়ে গেছে।তবে সমরজিৎ সিনহার মুদিদোকান ও দোকানের ধারে মুদি সামগ্রী মজুদ করা ঘরটি জ্বলে যাওয়ায় উনার বহু টাকার ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।মোট চারটি দোকান মিলে প্রায় নয় লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকেরা।
0 মন্তব্যসমূহ