সবুজ ত্রিপুরা
৩ মার্চ
শুক্রবার
বিশালগড় প্রতিনিধিঃ নির্বাচনোত্তর সন্ত্রাসে উত্তপ্ত চড়িলাম বিধানসভার আড়ালিয়া এলাকা। একাধিক বিজেপি সমর্থকদের বাড়িতে ব্যপক হামলা। একাধিক বিজেপি পরিবারের লোকজন ঘরছাড়া।
জানা গেছে ২রা মার্চ ফল প্রকাশের পর থেকে রাজনৈতিক পারদে জ্বলছে বিদায়ী উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মনের নির্বাচনি এলাকা চড়িলাম। সন্ধ্যার পর থেকে গোটা বিধানসভা এলাকায় শুরু হয় হামলা হুজ্জতির ঘটনা। শুক্রবার সকালেও একই অবস্থা বিরাজমান। বিশেষ করে চড়িলাম আড়ালিয়া উত্তরমুড়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে। অভিযোগ স্থানীয় কংগ্রেস এবং সিপিএম কর্মীরা এলাকার বিজেপি কর্মীদের উপর অনবরত আক্রমন জারি রেখেছে। এতে বাড়ি ঘর ছেড়ে এলাকার জঙ্গলে আশ্রয় নিয়েছে বিজেপি কর্মীরা। চড়িলামের মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ প্রশাসনের সহায়তা নিয়ে এলাকায় আটকে থাকা বিজেপি কর্মীদের উদ্ধার করে মন্ডল নিয়ে আসছে। কংগ্রেস-সিপিএম
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এর হামলা থেকে রেহাই পাচ্ছে না স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিশু ও মহিলারাও। ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ভাতের হাড়ি, আসবাবপত্র, যানবাহন সহ সব কিছুই। শুনুন আক্রান্ত এক স্কুল ছাত্রীর বক্তব্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চড়িলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ। তিনি বলেন, সিপিএম কংগ্রেস এর কর্মীরা নিজেদের পরাজয়কে মেনে নিতে পারছে না। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এর জের ধরে তারা শাসক দলের
উপর ক্রমাগত আক্রমন চালাচ্ছে। মন্ডল সভাপতি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন এলাকা থেকে বিজেপি কর্মীদের উদ্ধার করে আনতে যেন প্রশাসন সক্রিয় ভূমিকা গ্রহন করে। নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকেই উভয় দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যপক উত্তেজনা বিরাজ করছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় বিপুল পরিমান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ