আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি সাইকেল র‍্যালি অনুষ্ঠিত-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

৬ মার্চ

 সোমবার

সংবাদ প্রতিনিধিঃ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে "HEALTHY WOMEN HEALTHY INDIA" স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির 

উদ্যোগে ও  উদ্ভাবনী সামাজিক সংস্থার পরিচালনায় এবং ন্যাশনাল আরবান হেলথ মিশনের  সহযোগিতায় ৫ই মার্চ ২০২৩ ইং কদমতলা কমিটি হেলথ সেন্টারের  সামনে থেকে একটি সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০ ঘটিকায়  সাইকেল র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডক্টর অরুণাব চক্রবর্তী মুখ্য স্বাস্থ্য 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আধিকারীক উত্তর ত্রিপুরা জেলা ।  "বেটি বাঁচাও বেটি পড়াও" কর্মসূচির অঙ্গ  হিসেবে ঐদিন এক সেমিনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সন্দীপ দেব, মেডিকেল অফিসার কদমতলা কমিউনিটি হেল্প সেন্টার। ডঃ অলক কুমার ধর, ডিস্ট্রিক্ট  প্রোগ্রাম অফিসার NPCDCS, ডক্টর সুনেত্রা শর্মা , 

DIO-DSO উত্তর ত্রিপুরা , শ্রীমতি স্নিগ্ধার্থ ঘটক , এইচডিপিএম, উত্তর ত্রিপুরা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নিরঞ্জন নাথ, উদ্ভাবনী সামাজিক সংস্থার কর্ণধার রণদীপ রুদ্র পাল । এই সাইকেল র‍্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী বৃন্দ, নেহরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবি ও আশা কর্মীগণ এবং উদ্ভাবনী সামাজিক সংস্থার সদস্যবৃন্দ  অংশগ্রহণ করেন। উক্ত র‍্যালি পরিচালনা করেন উদ্ভাবনী সামাজিক সংস্থার সদস্য  সৈকত দাস।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu