সবুজ ত্রিপুরা
৩ মার্চ
শুক্রবার
কদমতলা প্রতিনিধিঃ গোপন সুত্রের ভিত্তিত্বে অভিযানে নেমে ফের সাফল্য পেল আসামের বাজারিছড়ার কটামণি ওয়াচ পোস্ট পুলিশ উেক্ত অভিযানে একটি মিনি লরি বোঝাই সন্দেহযুক্ত বার্মিজ সুপারি ধরা পড়ে।জানা গেছে গাড়িতে ভাঙা লোহার সামগ্রীর
আড়ালে সুপারি বোঝাই বস্তা লুকিয়ে রাখা ছিল।সঙ্গে লরির সহ চালক আলী আকবর খানকেও আটক করে পুলিশ।এ মর্মে কটামণি ওয়াচ পোস্টের ইনচার্জ ধনস্বরাজ বসুমাতারি জানান বৃহস্পতিবার এক গোপন খবরে দুপুর থেকে ওয়াচ পোস্ট সম্মুখে নাকা চেকিং লাগানো হয়।পরবর্তীতে বিকাল চারটা নাগাদ S24AC 3136 নম্বরের একটি টাটা ইন্ট্রা মিনি লরি নাকা পয়েন্টে পৌঁছার কিছুটা আগে চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি লোয়াইরপোয়া কানমুন সড়কের উপর রেখে পালিয়ে যায়।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
পরে পুলিশ ওই গাড়ি সহ চালককে ওয়াচ পোস্ট নিয়ে এসে তল্লাশি চালালে ভাঙা লোহার সামগ্রীর নিচে থেকে সুপারির বস্তা উদ্ধার হয়।তারপর পুলিশ এগুলো নামিয়ে ওজন করালে ২২ বস্তায় মোট ১৪১৫ কেজি সন্দেহযুক্ত বার্মিজ সুপারি পাওয়া যায়।অতপর পুলিশ গাড়ি সমেত সুপারিগুলো হেফাজতে নেওয়ার পাশাপাশি সহ চালক আলী আকবর খান(২২)কে আটক করে।তার বাড়ি পাথারকান্দি থানার বাটইয়ার মোল্লাগঞ্জ বাজারে।ইনচার্জ আরও জানান বাজেয়াপ্ত সুপারির বাজার মূল্য আনুমানিক চার লক্ষাধিক টাকার মত হবে।পুলিশের প্রাথমিক জেরায় ধৃত সহ চালক জানায় এগুলো
মিজোরামের লুংলে থেকে সংগ্রহ করে করিমগঞ্জে পৌঁছানোর কথা ছিলো ।তবে স্থানীয় পুলিশের তৎপরতায় মাঝ পথে ভেস্তে যায় পরিকল্পনা।ধৃতকে এদিন রাতে বাজারিছড়া থানায় রেখে আজ শুক্রবার জেলা আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সুত্রে প্রকাশ।এদিকে পলাতক লরি চালককে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে এসআই ডি বসুমাতারি জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ