আসামের করিমগঞ্জে ব‌্যাপক উ‌চ্ছেদ অ‌ভিযান রেল বিভা‌গের-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২১ মার্চ

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ বনভূ‌মি খাসভূ‌মির পর এবার আসামের ক‌রিমগ‌ঞ্জের রেল লাইনের পা‌শে  অ‌বৈধ উপা‌য়ে নির্মান করা বি‌ভিন্ন বসত বা‌ড়ি গু‌ড়ি‌য়ে দি‌তে কোমর ক‌ষে মা‌ঠে নামল খোদ রেল বিভাগ।

এ ম‌র্মে সোমবার পূর্ব প্রস্তু‌তি মোতা‌বেক করিমগঞ্জ রেল বিভাগ দলবল সহ এ‌স্কে‌ভেটর নি‌য়ে ব্যাপক উচ্ছেদ চালায় করিমগঞ্জ রেলওয়ে জংশন 


                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

লা‌গোয়া শিলচর রোড এলাকায়।এ‌দিনের অ‌ভিযা‌নে একাত্তর‌টি অ‌বৈধ বসত 

বা‌ড়ি ভে‌ঙ্গে প্রচুর সরকা‌রি জ‌মি উদ্ধা‌রের খবর পাওয়া গে‌ছে।এ‌তে অ‌নে‌কে নিজ থে‌কে নি‌জে‌দের বা‌ড়ি ঘর ভে‌ঙ্গে গু‌টি‌য়ে দেন ব‌লেও জানা গে‌ছে।ফ‌লে এ‌দি‌নের উ‌চ্ছেদ অ‌ভিযা‌নে কোন অ‌প্রিতিকর ঘটনা ঘটার খবর নেই।প্রশাস‌নের এ‌হেন উ‌চ্ছেদ অ‌ভিযান‌কে সাধুবাদ জা‌নি‌য়ে‌ছেন এলাকার স‌চেতন মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu