প্রটেম স্পিকার বিনয় ভুষন দাস এর হাত ধরে চার দিন ব্যাপি ৬৬ তম অম্বিকা কুন্ড ঐতিহ্যবাহী পুন্য স্নান ও বারুণী মেলা অনুষ্টিত-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২১ মার্চ

মঙ্গলবার

পানিসাগর প্রতিনিধিঃ ১৯ শে মার্চ সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ উওর জেলার পানিসাগর পদ্মবিল দুগঙ্গাতে অনুষ্টিত হয় চার দিন ব্যাপি ৬৬ তম অম্বিকা কুন্ড ব্লক ভিওিক ঐতিহ্য বাহী পুন্য স্নান ও বারুণী মেলা।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে মেলার 

শুভ শুচনা করেন পানিসাগর বিধানসভার মাননীয় বিধায়ক তথা প্রটেম স্পিকার বিনয় ভুষন দাস।সভাপতিত্ব করেন মেলা পরিচালন কমিটির সভাপতি তথা ও,বি,সি সাব কমিটির চেয়ারম্যান বীরেন্দ্র দেব নাথ।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস,পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দও,পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষিকান্ত দাস,বিশিষ্ট সমাজ সেবি স্বাগতা দাস,ভুমি দাতা সম্রা উরাং এবং এন্তার রাই হালাম,অম্বিকা কুন্ডের প্রতিষ্টাতা প্রয়াত সুকুমার নাথ মহাশয়ের পুএ সুমেশ নাথ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


এবারকার অম্বিকা কুন্ড মেলাটি অনুষ্ঠিত হবে চার দিন ব্যাপি।গতকাল ১৮ ই মার্চ অনুষ্ঠিত হয় শুভ অধিবাস অনুষ্টান।আজ অনুষ্ঠিত হয় আনুষ্টানিক ভাবে শুভ শুচনা অনুষ্টান।প্রতিদিন মেলাকে কেন্দ্র করে মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।এই মর্মে আজ শুভ শুচনা লগ্নে মঞ্চে সংগীত পরিবেশন করেন বিধায়ক বিনয় ভুষন দাস।মঞ্চে উপবিষ্ট অথিতিরা একে একে মেলাটির সৃষ্টি লগ্নের ইতিহাস কে তুলে ধরে আগামী দিনে এটিকে এিপুরা রাজ্যের পর্যটন কেন্দ্রে রুপান্তর করার আশ্বাস প্রদান করেন।মেলাকে কেন্দ্র করে খোলা হয় সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি দপ্তরের প্রদর্শনী 

মুলক স্টল।এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের দোকানীরা নানান ধরনের পসরা নিয়ে বসেছে।মেলাকে গিড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ ভক্তরা অম্বিকা কুন্ডে পুন্য স্নান করে পুন্য সঞ্চয়ে ব্রতি হয়।পাশাপাশি চলছে পুজার্চনা। উক্ত চার দিবসিয় বারুণী মেলাকে কেন্দ্র করে গোটা উওর জেলা জোরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu