সবুজ ত্রিপুরা
২৮ ফেব্রুয়ারি
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ অগ্নিদগ্ধা হয়ে গুরুতর আহত এক গৃহবধূ। অগ্নিদগ্ধা গৃহবধূর মায়ের অভিযোগ মেয়ের শরীরে আগুন লাগিয়ে শশুর বাড়ির লোকেরা প্রাণের মেরে ফেলার চেষ্টা। অগ্নিদগ্ধা গৃহবধূর নাম মনীষা রায়। বর্তমানে তার চিকিৎসা
চলছে রাজ্যের রেফারেল হসপিটাল জিবিপিতে। ঘটনার তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় মঙ্গলবার একটা নাগাদ। জানা গেছে, বিগত বাংলা বছরের মাঘ মাসে বাড়ির লোকেদের অমতে ভালোবাসার টানে বিয়ে করেছিল তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকার চাকরি রত যুবক বিশ্বজিৎ বিশ্বাস এর সাথে। অগ্নিদগ্ধা মনীষা রায়ের মায়ের অভিযোগ, বিয়ের পর থেকে মনীষার শ্বশুরবাড়ির লোকজন তথা স্বামী বিশ্বজিৎ বিশ্বাস এবং শাশুড়ি নমিতা বিশ্বাস প্রায়ই মনীষার উপর অকত্য নির্যাতন চালাত বলে অভিযোগ। গতকাল রাতে মনীষাকে তার স্বামী এবং শাশুড়ি মিলে বেধড়ক মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। মঙ্গলবার বেলা একটা নাগাদ মনীষা গায়ে আগুন দাউ
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
দাউ করে জলতে দেখে খবর দেখে খবর দেয় তেলিয়ামড়া অগ্নি নির্বাপক কর্মীদের। দমকল কর্মীরা শান্তনগরস্থিত ঘটনাস্থলে পৌঁছায় এবং অগ্নিদগ্ধ অবস্থায় মনীষা রায় কে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়াতে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।
এদিকে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসে পুলিশ কর্মীরা। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত চালিয়ে দিয়েছে। এদিকে শান্তিনগর এলাকায় অলি গলি পথে বালি সহ চিপস ফেলে রাখা হয় প্রায়শ। আর এর ফলে ঘটনাস্থলে পৌঁছাতে দমকল কর্মীদের বেগ পোহাতে হয়েছে ।
0 মন্তব্যসমূহ