সবুজ ত্রিপুরা
৩ মার্চ
শুক্রবার
ধর্মনগর প্রতিনিধিঃ নির্বিঘ্নে সম্পন্ন হল ত্রিপুরা রাজ্যের ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। সেই সাথে উত্তর জেলার ধর্মনগর মহকুমার ৫৪ কদমতলা কুর্তি,৫৫ বাগবাসা,৫৬ ধর্মনগর
এবং ৫৭ যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হয় ধর্মনগর বিবিআই স্কুলের ভেতরের স্ট্রং রুমে।সাথে পানিসাগর মহকুমার ৫৮ পানিসাগর বিধানসভা কেন্দ্রের ভোটগননা হয় পানিসাগর পঞ্চায়েত সমিতি হলে।পাঁচটি বিধানসভায় মোট কুড়ি জন প্রার্থীর চলে ভোট গননা।বৃহস্পতিবার সকাল আটটায় পোস্টাল ভ্যালেট দিয়ে শুরু হয় ভোট গননা। তারপর সকাল সাড়ে আটটায় শুরু হয় ইভিএম এ ভোট গননা।গননার প্রথমার্ধ থেকে বাগবাসা, ধর্মনগর ও পানিসাগর কেন্দ্রের বিজেপি প্রার্থীরা এগিয়ে থেকে পাঁচ নম্বর রাউন্ড শেষে বাগবাসা কেন্দ্রের বিজেপি প্রার্থী যাদব লাল নাথ তার
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী বিজীতা নাথকে ১৪৬১ ভোটে পরাজিত করেন। ধর্মনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেন তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যকে ১০৯৮ ভোটে পরাজিত করেন । পানিসাগর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিনয় ভূষন দাস তাঁর প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী শীতল দাসকে ২৬০৭ ভোটে পরাজিত করে পবিত্র বিধানসভায় স্হান করে নেন। তবে কদমতলা কুর্তি এবং যুবরাজনগর কেন্দ্রের সিপিএম প্রার্থীরা বিজেপি প্রার্থীদের পরাজিত করে জয়ী হন । কদমতলা কুর্তি কেন্দ্রের সিপিএম প্রার্থী ইসলাম উদ্দিন তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দিলীপ তাঁতীকে ১৮৯২ ভোটে পরাজিত করেন। যুবরাজনগর
কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্র চন্দ্র নাথ তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী মলিনা দেবনাথকে ৩১৬ ভোটে পরাজিত করেন। এদিকে বিজেপি ও সিপিএম দলের জয়ী প্রার্থীরা গন দেবতাদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনে নিজ বিধানসভায় উন্নয়ন তরান্বিত করার বার্তা দেন। অপরদিকে বিজেপি দলের জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় উল্লাসে গেরুয়া আবিরে গা ভাসান কর্মী সমর্থকরা।
0 মন্তব্যসমূহ