স্বধ‌র্মে ফি‌রে এ‌সে ভিনধর্মী‌দের হা‌তে প্রহৃত হিন্দু দম্পতির খোঁজ নি‌লেন পাথারকা‌ন্দি প্রখন্ড হিন্দু জাগরণ ম‌ঞ্চের কর্মকর্তারা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৮ ফেব্রুয়ারি

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ স্বধ‌র্মে ফি‌রে এ‌সে ভিনধর্মী‌দের হা‌তে প্রহৃত আসামের বাজা‌রিছড়ার হিন্দু দম্প‌তির খোঁজ নি‌লেন  পাথারকা‌ন্দি প্রখন্ড হিন্দু জাগরণ ম‌ঞ্চের কর্মকর্তারা।এ ম‌র্মে ম‌ঞ্চের এক প্রতি‌নি‌ধি দল র‌বিবার উপজা‌তি হিন্দু দম্প‌তির বর্তমান 

অস্থায়ী ঠিকানায় পৌ‌ছে তা‌দের খোঁজ নেন।প‌রে তারা বাজা‌রিছড়া থানায় উপ‌স্থিত ও‌সি চির‌ঞ্জিৎ বরার কা‌ছে সমুহ ঘটনার উপযুক্ত তদন্ত সহ এ‌তে জ‌ড়িত‌দের ক‌ঠোর শা‌স্তির দা‌বি জানান।পাশাপা‌শি তারা বিষয়‌টি পু‌লিশ সুপার পার্থপ্রতিম দা‌সেরও দৃ‌ষ্টি গোচর ক‌রেন।প্রসঙ্গত উ‌ল্লেখ‌্য যে প্রলোভনের পাতা ফাঁদে পা দিয়ে এক জোড়া সনাত‌নি দম্পতি খ্রীষ্টধর্ম গ্রহণ করে শে‌ষে দুবছরের মাথায়

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

নি‌জে‌দের ভুল বু‌ঝে ফের স্বেচ্ছায় স্বধ‌র্মে ফিরে আসেন।আর এ‌তেই তা‌দের‌কে শা‌রি‌রিক আক্রম‌নের শিকার হ‌য়ে বর্তমা‌নে বেঘর হ‌তে হয়ে‌ছে।‌বিষয়‌টি ই‌তিম‌ধ্যে থানা পর্যন্ত গ‌ড়ি‌য়ে‌ছে।তারা নিজ ধ‌র্মে ফি‌রে আসায় একাংশ খ্রীষ্টধর্মাল‌ম্বির লোকেরা তা‌দের‌কে বেধড়ক মার‌পিট ক‌রে‌ছে ব‌লেও অ‌ভি‌যোগ।

এমন‌কি মার‌পি‌টে তা‌দের সন্তানরাও গুরতর আহত হন।বর্তমা‌নে উক্ত দম্প‌তি প্রাণ ভ‌য়ে নি‌জে‌দের বা‌ড়ি ছে‌ড়ে অন‌্যত্র আশ্রয় গ্রহন ক‌রে‌ছেন ব‌লে খবর পাওয়া গে‌ছে।এ কা‌ন্ডে বেশ কয়জন‌কে অ‌ভিযুক্ত ক‌রে পু‌লি‌শে প্রদত্ত এজাজা‌রে পু‌লিশ তদ‌ন্তে নাম‌লেও এ সংবাদ সংগ্রহ পর্যন্ত কাউ‌কে ধরপাক‌ড়ের খবর পাওয়া যায়‌নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu