সিপিআইএম দলের তিন প্রার্থী সহ ধনপুর বিধানসভার তিনটি বাণিজ্যিক এলাকায় মানুষের সাথে কথাবার্তা বলেন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৮ ফেব্রুয়ারি

মঙ্গলবার

বক্সনগর প্রতিনিধিঃ শান্তি সম্প্রীতি ও সৌভ্রাতৃতবোধের আহ্বান জানিয়ে সোমবার সিপিআইএম দলের তিন প্রার্থী সহ ধনপুর বিধানসভার তিনটি বাণিজ্যিক এলাকায় মানুষের সাথে কথাবার্তা বলেন।সঙ্গে ছিলেন সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক মন্ডলী সদস্য অহিদুর রহমান, 

আব্দুল করিম, ননী পাল, নকুল মল্ল সহ বিভিন্ন গণসংগঠন সমূহের নেতৃবৃন্দ গন।অর্থাৎ সর্বসাকুল্য দেড়শতাধিক নেতাকর্মী আজকের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।প্রথমে মাছিমা বাজার, পরে বাস পুকুর এবং ধনপুরের জনবহুল বাণিজ্যিক এলাকা কাঠালিয়ায় এসে বাজারে প্রতিটি ব্যবসায়ীর সাথে কথাবার্তা বলেন হাতজোড় করে।যদিও অতীতের নির্বাচনগুলিতে এই জাতীয় দৃশ্য কোনদিন প্রত্যক্ষ করেনি সাধারণ মানুষ।বিকেল চারটায় সিপিএএম কাঠালিয়া অঞ্চল কমিটি অফিসে বসেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শামসুল হক, সোনামুড়া বিধানসভা 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কেন্দ্রের প্রার্থী শ্যামল চক্রবর্তী ও ধনপুর কেন্দ্রের প্রার্থী কৌশিক চন্দ।যদিও দলীয় অফিস বাড়িটি জেসিবি দিয়ে দুষ্কৃতীরা গুঁড়িয়ে দিয়েছিল এক বছর আগে। ভগ্ন দশা অবস্থায় দলীয়কর্মীরা সার্বিক কাজকর্ম পরিচালনা করে ওখান থেকেই।খানিকটা বসার পর সংঘটিতভাবে গোটা কাঠালিয়া বাণিজ্যিক এলাকা পরিক্রমা করে।যদিও অসুস্থতার কারণে নলচর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তপন দাস উপস্থিত থাকতে পারেন নাই।একান্ত সাক্ষাতে শ্যামল চক্রবর্তী ও সামসুল হক বলেন দেখুন, ২রা মার্চ রাজ্য বিধানসভার ফলাফল ঘোষণার পর রাজ্যে এবং ধনপুরেও যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে সমস্ত নাগরিক, বিষয় সম্পত্তি, সমস্ত ধরনের প্রতিষ্ঠানের সুরক্ষা সুনিশ্চিত করার জন্যই এই আহ্বান আমাদের। তিনি আরো বলেন, রাজ্যে বিধানসভার নির্বাচন ২০২৩ শান্তিপূর্ণ বাতাবরণের মধ্যে দিয়ে বলা চলে উৎসবের মেজাজে সম্পূর্ণ হয়েছে।তিনি বললেন ভোট দান করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।যদিও নির্বাচন শেষ হওয়ার পর কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া রাজ্যের 

সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ এখনো চলছে।এখন ফলাফল ঘোষণার পর যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তারই পরিপ্রেক্ষিতে আমরা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি।মানুষ কি চাইছি সেটা ভোটের ফলাফলের মাধ্যমেই তার প্রতিফলন ঘটবে।তিনি বলেন, যে কোন দলই সরকার গঠন করুক না কেন শান্তি সম্প্রীতি বজায় রাখা আহ্বান জানান ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu