প্রয়াত রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার শেষকৃত্য অনুষ্ঠানে যেন এক মেলা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১ জানুয়ারি

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ  এ যেন এক মেলা। জাতি জনজাতি দলমত,ধর্ম মত নির্বিশেষে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হল প্রয়াত রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার শেষকৃত্য অনুষ্ঠানে।আজ অপরাহ্নে বিপুল সংখ্যক সাধারণ মানুষ, রাজনৈতিক 

ব্যক্তিত্ব এবং প্রশাসনিক ব্যক্তিত্বদের উপস্থিতিকে সাক্ষী রেখে পঞ্চ ভূতে বিলীন হলেন রাজ্যের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব তথা রাজস্ব দপ্তরের মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা।উল্লেখ্য গতকাল বেলা প্রায় তিন ঘটিকায় রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাতাশি বছরের নরেন্দ্র চন্দ্র দেববর্মা, মৃত্যুকালে তিনি চার ছেলে সহ তিন মেয়ে এবং বহু আত্মীয় পরিজনসহ গুণমুগ্ধ  রেখে গেছেন।এই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে গোটা রাজ্যজুড়ে অকৃত্রীম শোকের আবহ তৈরি হয়। এই মৃত্যুর পরপরই রাজ্যের বিশিষ্ট প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী, বিধায়করা ছুটে গিয়ে নরেন্দ্র চন্দ্র দেববর্মার মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আজ তুমি মরদেহ গিয়ে পৌঁছয় অ্যাডভাইজার চৌমুহনীর নিজের বাড়িতে।প্রথা অনুযায়ী সচিবালয়, বিধানসভা ভবন , আকাশবাণী ভবন হয়ে মরদেহ দুপুর প্রায় বারোটা 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

নাগাদ কল্যাণপুর থানাধিন উত্তর মহারানীপুরের নকশিরাই এলাকার নরেন্দ্র চন্দ্র দেববর্মার পৈত্রিক ভিটেতে নিয়ে আসা হয়। সকাল হওয়ার সাথে সাথেই দূর-দূরান্ত থেকে বিভিন্ন অংশের রাজনৈতিক দলমত এর ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষরা নকশিরাই এলাকাতে ভিড় জমাতে থাকেন, বেলা বাড়ার সাথে সাথে শেষবারের মতো প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য জাতি জন জাতীয় অংশের ভিড় ক্রমান্বয়ে বাড়তে থাকে। মরদেহ নকশিরাই এর বাড়িতে নিয়ে আসা হলে সাধারণ মানুষ,রাজনৈতিক ব্যক্তিত্বসমেত প্রশাসনিক ব্যক্তিত্বরা একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ব্যাপক অংশের সাধারণ মানুষরা রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে কান্নায় ভেঙে পড়েন প্রয়াত মন্ত্রীর জন্য।উত্তর মহারানীপুরের পৈত্রিক ভিটেতে প্রাক্তন মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার নিথর দেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক ডাক্তার অতুল দেববর্মা, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রশান্ত দেববর্মা, উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ইএম কমল কলই, খোয়াই এর জেলাশাসক ডি কে চাকমা, আই জি সৌমিত্র ধর, খোয়াই জেলার পুলিশ সুপার রতি রঞ্জন দেবনাথ, তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ ভট্টাচার্য প্রমুখরা।এই শেষকৃত্য অনুষ্ঠানে উপচে পড়া ভিড় যেমন ছিল, ঠিক তেমনি এক বাক্যে সমস্ত ধরনের রাজনৈতিক ব্যক্তিরা t দলমতের ঊর্ধ্বে উঠে প্রয়াত মন্ত্রীকে একজন প্রকৃত জননেতা হিসেবে আখ্যায়িত করেছেন। সব মিলিয়ে বলা চলে সাধারণ মানুষের চোখের জলে ভর করেই পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন দীর্ঘ দিনের 

রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব নরেন্দ্র চন্দ্র দেববর্মা।পুরনো রাষ্ট্রীয় মর্যাদায় নকশিরায় এর নরেন্দ্র চন্দ্র দেব বর্মার পৈত্রিক ভিটেতেই শেষকৃত্য সম্পন্ন হয়। এই শেষকৃত্য অনুষ্ঠান সহ যাবতীয় সমস্ত প্রকারের বিষয়াদিকে সঠিক এবং নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu