আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃতি কৃষ্ণপুর গ্রামকে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১ জানুয়ারি

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে ফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হলো প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার আওতায় আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃতি পাওয়া কৃষ্ণপুর গ্রামের। 

তেলিয়ামুড়া আর.ডি ব্লকের উদ্যোগে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোলাবাড়ি এলাকায় আয়োজিত এক সারা জাগানো অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ অর্থাৎ রবিবার বিকেল নাগাদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে ফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হলো প্রধানমন্ত্রীর আদর্শ গ্রাম হিসাবে নব স্বীকৃতি পাওয়া কৃষ্ণপুর গ্রামের। প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। সংসদ ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর অতুল দেববর্মা, তেলিয়ামুড়া আর.ডি ব্লকের BDO দেবপ্রিয়া দাস সহ অন্যান্যরা। এদিন সংসদ বিপ্লব কুমার দেব প্রথমে ফলক উন্মোচনের মধ্য দিয়ে কৃষ্ণপুর গ্রামকে প্রধানমন্ত্রীর আদর্শ গ্রাম হিসাবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। পরবর্তীতে 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

তিনি ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের আওতায় সেলফ হেল্প গ্রুপের মহিলাদের বসানোর স্টল গুলি পরিদর্শন করেন এবং এই অনুষ্ঠানে উপস্থিত মানুষজনদের সঙ্গে কথাবার্তা বলেন ও মানুষজনদের কি কি সুবিধা অসুবিধা রয়েছে সেগুলি শুনেন এবং কি কি সরকারি সুযোগ সুবিধা সাধারণ মানুষজনেরা পাচ্ছেন এ বিষয়েও খোঁজ খবর নেন সাংসদ বিপ্লব কুমার দেব।এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বর্তমান রাজ্য সরকারের অভূতপূর্ব উন্নয়নের দিক গুলি জনসম্মুখে তুলে ধরেন এবং তিনি বলেন দেশের প্রধানমন্ত্রীর উন্নত মানসিকতায় দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এ রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সাধারণ মানুষজনদের স্বার্থে একের পর 

এক জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। তিনি বলেন এই সরকার ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর সরকার। তাছাড়া তিনি এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিগত সরকারের তীব্র সমালোচনায় মুখর ছিলেন। এদিনের এই অনুষ্ঠানে সাধারণ মানুষজনদের উপস্থিতি এবং মানুষজনদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu