সবুজ ত্রিপুরা
১ জানুয়ারি
মঙ্গলবার
বক্সনগর প্রতিনিধিঃ রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাই বিজেপি সরকার সোমবার দুপুরে দক্ষিণ কলমচৌড়া কমিউনিটি হলে এিপুরা পাম্প অপারেটর সংঘের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় আওয়াজ তুললেন পাম্প অপারেটর গন।এদিন দুপুরে দলীয়
পতাকা উওোলন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা তথা বিজেপি প্রদেশ কমিটির সদস্য কমল দে এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পাটি সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য বক্সনগর মন্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সন্জয় সরকার বক্সনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান এরশাদ মিয়া এিপুরা পাম্প অপারেটর সংঘের প্রদেশ সাধারণ সম্পাদক এলিয়াজ হোসেন প্রদেশ সহ সভাপতি আব্দুল কাদির সহ অন্যনা
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
নেতৃত্বরা। আলোচনা করেন শেষে আগামী দিনে সংগঠন পরিচালনার জন্য ব্লক ভিওিক কমিটি গঠন করা হয়েছে সভাপতি ইদ্রিস মিয়া সাধারণ সম্পাদক রতন বর্মন কোষাধ্যক্ষ মানিক সরকার নির্বাচীত হন।বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা বলেন সরকার সবকা সাথ সাবকা বিকাশ এর উপর বিশ্বাস করে সমাজের সকল অংশের জনগনকে নিয়ে কাজ করছে নিরলসভাবে পানীয়জল দপ্তর পরিচালনায় পাম্প অপারেটর ভাই দের
অপরিসীম ভুমিকা রয়েছে।তাই উন্নয়নের ধারাকে আরো তরান্বিত করতে বিজেপি সরকার কে পুনরায় গঠন করার আহ্বান জানিয়েছেন নেতৃত্বরা এবং বক্সনগর বিধানসভা থেকে একটি পদ্মফুল ফুটাতে সকলের সার্বিকভাবে সহযোগিতা প্রয়োজন আছে।
0 মন্তব্যসমূহ