নীরমহলে পিকনিক স্পটে এসে স্থানীয় কিছু উশৃংখল যুবকদের হাতে রক্তাক্ত বেশ কয়েকজন-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১ জানুয়ারি

মঙ্গলবার

বক্সনগর প্রতিনিধিঃ   রাজ্যের ঐতিহ্য মেলাঘরের নীরমহল। এই নির্মহলে গোটা রাজ্য থেকে পিকনিক করতে এখানে আসে একটু আনন্দ উপভোগ করার জন্য। কিন্তু এখানে এসে প্রতিনিয়ত কিছু উশৃংখল যুবকদের দ্বারা হেনস্তার শিকার হতে হয় অসংখ্য পর্যটকদের। 

গত বছরও এই নির্মহলে এসে আগরতলার এক মহিলা হেনস্তার শিকার হয়েছিল ।গোটা রাজ্যজুড়ে এর প্রতিবাদ করেছিল স্থানীয় জনতা। এমনওই আরেকটি ন্যাক্কারজনক ঘটনা ঘটলো শুক্রবার বিকালে। এই দিনেও মেলাঘর এলাকার কিছু উশৃংখল স্থানীয় যুবকদের হাতে মার খেতে হল পিকনিকে আশা বিশ্রামগঞ্জ এর চার যুবকে। জানা যায় ঘটনার সূত্রপাত সৃষ্টি হয় সাউন্ড বক্সের  ভলিউম বাড়াকে কেন্দ্র করে।শুক্রবার বিশ্রামগঞ্জ থেকে ২০ থেকে ২২ জন বনভোজন করার উদ্দেশ্যে মেলাঘরের নিরমহলে পিকনিক করার জন্য আসে।পিকনিকে আসার পর বিকাল ৩ ঘটিকার সময় মেলাঘর দেবনগরের বাসিন্দা সত‍্যবান এর ছেলে রাজু দাস, ও কৃষ্ণ দাস বিহারের একজন মেলাঘরে বসবাসরত কইলাস নামে এক ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা সাঙ্গ পাঙ্গরা মিলি বিশ্রামগঞ্জ থেকে আগত পিকনিকের পার্টির লোকেরা বক্স বাজিয়ে আনন্দ করতে থাকে,ঠিক সেই সময়ে মেলাঘর দেবনগরের রাজু দাস ও তার ভাই কৃষ্ণ দাস এবং বিহার থেকে আগত মেলাঘরে বসবাসকারী কৈলাস সহ পিকনিক পার্টির উপর কিছু না বুঝার আগে 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আক্রমণ করতে থাকে।কারণ বিশ্রামগঞ্জ থেকে আগত পিকনিক পার্টিরা বক্সের সাউন্ড কেন বাড়ালো এই কথা বলে তাদের উপর আক্রমণ করতে থাকে।কিল,ঘুসি, লাথি রড দিয়ে মারতে শুরু করে।এতে বিশ্রামগঞ্জ এর পিকনিক পার্টির চার জন যুবক গুরুতরভাবে আহত হন।  ঘটনা স্থল মুহুর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর দেওয়া হয় মেলাঘর থানায়।খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে চারজন আহত যুবককে  মেলাঘর থানার পুলিশ মেলাঘর হাসপাতালে নিয়ে আসে।এর মধ্যে বিশ্রামগঞ্জের প্রসেনজিৎ দেবনাথ এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেলাঘর হাসপাতাল থেকে আগরতলা জিবিতে রেফার করা হয়। বাকি তিনজন সত্যজিৎ দেবনাথ, দিলীপ দেবনাথ,ভবতোষ দেবনাথ এর মেলাঘর হাসপাতালে 

চিকিৎসা চলছে। এই ঘটনা কে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এবং উত্তেজনা বিরাজ করছে মেলাঘর হাসপাতাল চত্বর। মেলাঘরের এই দুষ্কৃতীরা বিগত দিনেও নিরমহলে আসা পিকনিক পার্টির উপর অনেক বার আক্রমণ করেছিল। এই বিষয়ে মেলাঘর থানায় এ সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা যায়। এখন দেখার বিষয় মেলাঘর থানার পুলিশ কবে নাগাদ আসামিদের গ্রেপ্তার করতে পারে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu