সবুজ ত্রিপুরা
১ জানুয়ারি
মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধিঃ ২০২৩ সালের প্রথম দিনে হতদরিদ্র পরিবারদের শীতবস্ত্র বিতরণ করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ" রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পানিসাগর খন্ডের পদ্মবিল শাখার উদ্যোগে
২০২৩ সালের প্রথম দিনে পদ্মবিল দুগঙ্গ এলাকায় হতদরিদ্র দুইশত পরিবারকে শীত বস্ত্র প্রদান করা হয়। ভারত মাতা বিগ্রহের সামনে প্রদীপ প্রজ্জালন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তর ত্রিপুরা জেলার কার্যবাহ বিজয় ভট্টাচার্যী, উত্তর ত্রিপুরা
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
জেলা প্রচার প্রমুখ হারান দাস , উত্তর জেলার সেবা প্রমুখ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পানিসাগর খন্ডের কার্যবাহ বিমোহিত নাথ সহ আরো অন্যান্য স্বয়ংসেবকগণ। পিছিয়ে পড়া হতদরিদ্র উরাং ও কুকি সম্প্রদায়ের পরিবার গন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে শীতবস্ত
পেয়ে আনন্দিত ও গর্বিত।রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সেবামূলক কাজের উর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। তাতে আনন্দিত এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকগণ। শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
0 মন্তব্যসমূহ