সবুজ ত্রিপুরা
১৩ জানুয়ারি
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ'কে কি চোখে ভেলকি দিল গাঁজা মাফিয়া'রা। ঘটনা শুক্রবার সকালে। গোপন খবরের উপর ভিত্তি করে মুঙ্গিয়াকামি থানার পুলিশ আঠারোমুড়া পাহাড়ের
৪৩ মাইল এলাকা থেকে AS25 EC 7992 একটি বহিঃ রাজ্যের লরি'কে আটক করে। এব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানিয়েছেন,,,, যে পুলিশের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বহিঃ রাজ্যের একটি মালবাহী লরি করে গাঁজা পাচারের চেষ্টা চালানো হচ্ছে। সেই গোপন খবরের ভিত্তিতে মুঙ্গিয়াকামী থানার পুলিশ সেই লরিটিকে আটক করতে সক্ষম হয়। কিন্তু পরবর্তীতে তল্লাশি চালিয়ে পুলিশ দেখতে পায় গাঁজা পাচার করার সময় যেভাবে গাঁজাগুলি প্যাকেট করা হয়, দেখতে ঠিক একই রকম ওই লরিতে ৩৫টি প্যাকেট রয়েছে। সেই প্যাকেট গুলি উদ্ধার করে পুলিশ যখন তল্লাশী চালায় দেখতে পায় সেই প্যাকেট
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
গুলির মধ্যে গাঁজার বদলে রয়েছে বন, কাঠের টুকরো সহ গাছের বাকল ইত্যাদি। বর্তমানে ওই লরিটির চালককে পুলিশ আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এদিকে এই ঘটনা ছড়িয়ে গোটা এলাকা জুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। তবে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, এই গাড়িটি করে গাঁজা-পাচার হচ্ছে বলে যে গোপন খবর রয়েছে পুলিশের কাছে, সেই খবর কি গাঁজা মাফিয়ারা পুলিশের
চোখে ভেলকি দেওয়ার জন্য ছড়িয়ে দিয়েছিল! কিন্তু তথ্য বিজ্ঞ মহলের অভিমত, পুলিশের চোখে ধুলো দিয়ে হয়তো'বা পাচার হয়েছে গাড়িযোগে কোটি কোটি টাকার গাঁজা। নাকি পুলিশের সাথে গোপন কোন সম্পর্ক রয়েছে পাচারকারী চক্রের পান্ডাদের সাথে। দাবি উঠেছে সংশ্লিষ্ট মহল থেকে স্বরাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের দিয়ে ঘটনাটি তদন্ত করার।
0 মন্তব্যসমূহ