সবুজ ত্রিপুরা
২০ জানুয়ারি
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ অগ্নিকাণ্ডে ভস্মীভূত এক ব্যাক্তির খড়ের মাচা, অল্পেতে রক্ষা পেল ঘনবসতিপূর্ণ এলাকায়। ঘটনা শনিবার দুপুর নাগাদ দক্ষিণ পুলিন পুর এলাকায়। বাড়ির মালিক
সুনীল দাসের বক্তব্য অনুযায়ী জানা যায়,, শনিবার দুপুর নাগাদ এলাকার ছোট ছোট কচি কাঁচা ছেলে-মেয়েরা খেলার ছলে হয়তো'বা সুনীল দাসের খড়ের মাচায় আগুন লাগিয়ে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
করছেন তিনি। পরবর্তীতে এলাকার লোকজন সহ বাড়ির লোকজন আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষ করে ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া
অগ্নি নির্বাপক দপ্তরের। তেলিয়ামুড়া দপ্তরের কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীদের সহায়তায় আগুন আয়ত্তে আনতে সক্ষম হয় দীর্ঘক্ষণে'র প্রচেষ্টায়। যদিও ততক্ষণে খড়ের মাচার এক-তৃতীয়াংশ অংশ আগুনে ভস্মীভূত হয়ে যায়। যদিও অল্পে রক্ষা পায় গোটা ঘনবসতিপূর্ণ এলাকা।
0 মন্তব্যসমূহ