কৃষকদের জমির মূল্য প্রদান না করে জবরদস্তি গ্যাস পাইপ লাইনের কাজ করে চলছে ইন্দ্রধনুশ গ্যাস গ্রিড লিমিটেড-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২০ জানুয়ারি

শুক্রবার

পানিসাগর  প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার  অন্তর্গত জ্বলাবাসা ও পূর্ব জলাবাসা এলাকায় কৃষকদের জমির গভীরে গ্যাস 

পাইপ লাইনের কাজ করছে ইন্দ্রধনুশ গ্যাস গ্রিড লিমিটেড। পেট্রোলিয়াম এবং খনিজ সম্পদ পরিবহন আইন ১৯৬২র ৬(১) নং ধারা অনুযায়ী পানিসাগর মহকুমা অন্তর্গত রৌয়া ও জলাবাসা তহাসিল আওতাধীন কৃষকদের ভূমি ব্যবহার অধিকার অধিগ্রহণ মূলে গ্যাস পাইপ লাইনের কাজ করছে। কিন্তু কৃষকদের পাওনা অর্থ তাদেরকে প্রদান না করেই একনাগারে কাজ চালিয়ে যাচ্ছে ইন্দ্রধনুশ। তাতে কৃষক মিলিত হয়ে খুব প্রকাশ করেন এবং কাজ বন্ধ রাখার আবেদন জানায়। তাদের বক্তব্য 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


বিগত কিছুদিন পূর্বেই পানিসাগর মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানানোর পরও তাদের পাওনা অর্থ প্রদান না করেই ইন্দ্রধানুশ গ্যাস গ্রীড লিমিটেড পাইপলাইন বসানোর কাজ করে চলছে। উপায়ন্ত না দেখে, আজ সকাল আনুমানিক 8 ঘটিকায় পূর্ব জলাবাসা গ্রাম পঞ্চায়েত আওতাধীন কৃষকগণ 

যৌথভাবে গ্যাস পাইপ লাইনে কর্মরতক শ্রমিকদের কাজ করতে বাধা প্রদান করেন। এবং কৃষক গন দাবি জানায় যে তাদের পাওনা অর্থ প্রদান না করা পর্যন্ত তাই গ্যাস পাইপ লাইনের  কাজ বন্ধ রাখার জন্য।এখন দেখার বিষয় ইন্দ্রধানুশ গ্যাস গ্রীড লিমিটেড  কৃষকদের দাবি কে কতটুকু বাস্তবে পরিণত করে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu