সবুজ ত্রিপুরা
২০ জানুয়ারি
শুক্রবার
কদমতলা প্রতিনিধিঃ কদমতলা এলাকার তারকপুর বহু পুরানো ঐতিহ্যবাহী শ্রী শ্রী কালাচাঁদ মিলন মন্দিরে একান্ন তম বার্ষিক হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। এই বছরের মেলা ও নাম সংকীর্তন সাত
দিন ধরে চলে। আজ ছিল মহাপ্রসাদ বিতরণ। প্রতিবছর পৌষ সংক্রান্তির দিনে এই উৎসবের সূচনা হয়। সাত দিন ব্যাপী এই হরিনাম সংকীর্তনে উত্তর ত্রিপুরা, উনকোটি এবং বরাক অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ ভক্তবৃন্দের সমাগম ঘটে। আজ প্রায় ৫০ হাজার ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ করেন। এই উৎসবকে কেন্দ্র করে তারকপুর সহ গোটা এলাকার মানুষদের উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।এদিকে এই উৎসবকে কেন্দ্র
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
করে বিরাট মেলাও বসে। এই মেলাতে গোটা রাজ্য থেকে দোকানিরা এসে পসরা সাজিয়ে বসেন। আগামীকাল প্রায় তিন হাজার কেজি বাতাসা দিয়ে লোট প্রদান করা হবে। তারপর মন্তবিদায়ের পর সাত
দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্ত হবে। উৎসব কমিটির সম্পাদক জানান, আজ থেকে একান্ন বছর পূর্বে যখন এই কালাচাঁন মিলন উৎসব ও হরিনাম কীর্তন এর সূচনা হয় তখন উদয় অস্ত কীর্তন হত। তারপর থেকে ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়ে বর্তমানে সাত দিনব্যাপী অনুষ্ঠানে পরিণত হয়েছে।
0 মন্তব্যসমূহ