নির্বাচনের প্রাকমুহুর্তে কঠোর নিরাপত্তা ব্যাবস্থার মধ্যেও চুরির ঘটনা অব্যাহত-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৪ জানুয়ারি

মঙ্গলবার

তেলিয়ামুড়া  প্রতিনিধিঃ নির্বাচনের প্রাকমুহুর্তে কঠোর নিরাপত্তা ব্যাবস্থার মধ্যেও চুরির ঘটনা অব্যাহত তেলিয়ামুড়ায়! তেলিয়ামুড়া থানা এলাকার দুটি পৃথক পৃথক জায়গা থেকে চুরি হয়ে যায় মোট 

চারটি গাড়ির মূল্যবান সাইলেন্সার। তেলিয়ামুড়া থানাধীন পুরাতন টি.আর.টি.সি এলাকা ও তুইসিন্দ্রাই এলাকা থেকে সোমবার রাতের অন্ধকারের কোন এক সময় মোট ৪ টি গাড়ির মূল্যবান সাইলেন্সার চুরি করে নিয়ে যায় চুরের দল। জানা যায়, চারটি সাইলেন্সারের মোট আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকার উপর। পরবর্তীতে, মঙ্গলবার সকালে ওই গাড়ি গুলির মালিকরা এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে তেলিয়ামুড়া থানার দারস্ত হয়। উল্লেখ্য,, সোমবার রাতে পুরাতন টি.আর.টি.সি এলাকা থেকে দুটি মারুতি ইকো গাড়ির মূল্যবান সাইলেন্সার চুরি করে নিয়ে যায় চোরের দল এবং তুইসিন্দ্রাই এলাকা থেকে একটি মারুতি ইকো গাড়ি ও একটি মালবাহি ট্রাকের মূল্যবান 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সাইলেন্সার চুরি করে নিয়ে যায় চোরের দল। এখন সচেতন মহল জুড়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে ও.সি সুব্রত চক্রবর্তীর তেলিয়ামুড়া থানা এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে। কারণ, নির্বাচনের প্রাকমুহুর্তে এত কঠোর নিরাপত্তা ব্যাবস্থার মধ্যেও কিভাবে দুই দুইটি জায়গায় এই চুরির ঘটনা সংঘটিত হলো, তবে কি ও.সি সুব্রত'র তেলিয়ামুড়া থানা গতকাল রাতে শীতঘুমে আচ্ছন্ন ছিল? এখন এটাই দেখার বিষয় এই চুরি কান্ডের সঙ্গে জড়িত 

পান্ডাদের আদৌ পুলিশ পাকড়াও করতে সক্ষম হয় কিনা। কারণ, আজ থেকে প্রায় কয়েক মাস পূর্বেও তেলিয়ামুড়ায় একই রকম ভাবে গাড়ির মূল্যবান সাইলেন্সার চুরির ঘটনা ঘটেছিল, এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু সুব্রত'র তেলিয়ামুড়া থানার পুলিশ আজ পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu