সবুজ ত্রিপুরা
২৪ জানুয়ারি
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধিঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সবকটি রাজনৈতিক দল মাঠে ঝাঁপিয়ে পড়েছে, শাসক থেকে শুরু করে থেমে
নেই রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমও। সেই মোতাবেক মঙ্গলবার বিশালগড়ে সিপিআই এম এর তরফে বিশালগড়ে বাইক মিছিলের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে বাইক মিছিলটি অফিসটিলা স্থিত সিপিআই এম এর পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়, দলীয় পতাকা নাড়িয়ে বাইক মিছিলের সূচনা করেন বাম
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বিধায়ক ভানুলাল সাহা। এদিন বাইক মিছিলটি বিশালগড়র অলিতে গলিতে পরিক্রমা করে। বাইক মিছিলের উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সহ সিপিআই এম এর অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহকুমা
সম্পাদক বলেন রাজ্যের অত্যাচারী রাজত্বকে শেষ করার জন্য এবং মানুষের সম্মান, অধিকার ফিরিয়ে আনার জন্য এই বাইক মিছিল, এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ বাবু বলেন এই নির্বাচনে বিশালগড়ে সিপিআই এম এর প্রার্থী লড়াই করবে। এদিন এই মিছিলে উপস্থিত বাম কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
0 মন্তব্যসমূহ