৭০ বছরের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৪ জানুয়ারি

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ শৌচাগার থেকে উদ্ধার চিনু বালা দাস নামের ৭০ বছরের এক বৃদ্ধার মৃত দেহ।ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন তারক পুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায় মৃত চিনু বালা দাস বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন।পরিবারের লোকজন জানিয়েছেন প্রায়দিনই তিনি রাতের বেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়তেন,আবার  মাঝেমধ্যে গোয়াল ঘর থেকে গরু ছেড়ে দিতেন।মানসিক অবসাদের কারণে প্রায়ই ঘটতো এরকম ঘটনা।শনিবার রাতের কোন এক সময় তিনি কাউকে কিছু না বলে হাতে বাতি জ্বালিয়ে শৌচালয়ে যান,ধারণা করা হচ্ছে সেখানেই হাতের জ্বালানো বাতি থেকেই শাড়িতে আগুন লেগে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।মৃতার ছেলের বউ আজ 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

রবিবার সকাল ছয় ঘটিকায় ঘুম থেকে উঠে দেখতে পায় তিনি ঘরে নেই,অনেক খোঁজাখুঁজির পর শৌচালয়ে অগ্নিদগ্ধ অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করলে ছুটে আসেন আশপাশের লোকজন।

খবর দেওয়া হয় কদমতলা থানায়।পুলিশ ঘটনা স্থলে এসে অগ্নিদগ্ধ মৃতদে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা হাসপাতাল মর্গে নিয়ে আসে।ময়নাতদন্তের পর মরদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।এদিকে পুলিশ এই ঘটনার স্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা গেছে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu