বসত ভি‌টে‌ ও আগর বাগান গু‌ড়ি‌য়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল‌্য আসামের কটাম‌ণি‌তে,তদ‌ন্তে পু‌লিশ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৪ জানুয়ারি

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ মি‌থ্যে প্রতিশ্রু‌তি দি‌য়ে পড়শীর পিএমএওয়াই ঘর সহ বসত ভি‌টে ও আগর বাগান গু‌ড়ি‌য়ে দেওয়ার ঘটনায় ব‌্যাপক চাঞ্চল‌্য সহ উ‌ত্তেজনা ছড়ায় আসামের কটাম‌ণি‌তে।প‌রে অবশ‌্য এ ব‌্যাপা‌রে তদ‌ন্তে নে‌মে স্থানীয় পু‌লিশ প‌রি‌স্থি‌তি কিছুটা 

স্বাভা‌বিক কর‌তে সক্ষম হয়।এ কা‌ন্ডের সু‌বিচা‌রের দা‌বি‌তে বাজা‌রিছড়া পু‌লি‌শে লি‌খিত অভিযোগ দায়ের করেন লা‌ঞ্ছিত দিনমজুর মহাম্মদ আলী।এ ম‌র্মে ইচা‌বিল জি‌পির কটাম‌ণি এলাকার রাধামাধবপুর গ্রা‌মের মহাম্মদ আলী ও তার স্ত্রী সুলতানা বেগম এ প্রতিক্রিয়ায় জানান যে পড়শীর তাজ উদ্দিন না‌মের এক ব‌্যক্তি নিজ বা‌ড়ি নির্মা‌নের জন‌্য তা‌দের‌কে ‌প্রলোভন দিয়ে তা‌দের বসত গৃহ সহ ভি‌টে ও আগর বাগান কে‌টে নেবার প্রস্তাব দেন।বি‌নিম‌য়ে তা‌দের‌কে নতুন গৃহ বা‌নি‌য়ে দেবার টোপও দেন অ‌ভিযুক্ত তাজ উ‌দ্দিন।কিন্তু পড়শীর এমন প্রস্তাব মে‌নে নেন‌নি তারা।এ‌রিম‌ধ্যে গত শ‌নিবার তাজ উ‌দ্দিন দলবল নি‌য়ে আচমকা ডজার লা‌গি‌য়ে তা‌দের ঘ‌রের 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ক্ষ‌তি সাধন সহ বসত ভি‌টে ও আগর বাগানের বিরাট অংশ গু‌ড়ি‌য়ে দেওয়ায় মহা সংক‌টে প‌ড়ে‌ছেন তারা।এতে নিরুপায় হয়ে ক্ষ‌তিগ্রস্থরা গ্রামবাসীর সাহায‌্য কামনা কর‌লে গ্রা‌মের জনগ‌নের উপ‌স্থি‌তি‌তে ডজার চালা‌নো বন্ধ ক‌রেন তাজ।ততক্ষ‌নে ব‌্যাপক ক্ষ‌তি হ‌য়ে যায় মহাম্মদ আলীর বসত বা‌ড়ির।এ ম‌র্মে ঝেরঝেরী জিপির মঞ্জুর আহমেদ সহ আব্দুল বাছিত ফয়েজ উদ্দিন প্রমুখরা নিজ নিজ প্রতি‌ক্রিয়া‌তে এ কা‌ন্ডের তীব্র নিন্দা জানান।তারা ব‌লেন এভাবে মি‌থ্যে প্রতিশ্রু‌তি দি‌য়ে কারও 

বসত বা‌ড়ি বিনষ্ট করা কিছুতেই মেনে নেওয়া যায় না।তারা এ কা‌ন্ডের উপযুক্ত তদন্ত সহ এ‌তে জ‌ড়িত ব‌্যক্তির দৃষ্টান্তমুলক শা‌স্তি সহ ক্ষ‌তিগ্রস্থ প‌রিবা‌রের ক্ষ‌তিপূর‌নের দা‌বি‌তে পু‌লিশ প্রশাসন সহ সমষ্টির বিধায়কের দৃষ্টি কামনা ক‌রে‌ছেন।বর্তমা‌ন প্রচন্ড শী‌তে ক্ষ‌তিগ্রস্থ প‌রিবার‌টি এক‌টি অস্থায়ী ডেরা বানিয়ে শিশু সন্তানদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই ক‌রে‌ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu