সবুজ ত্রিপুরা
১৩ জানুয়ারি
শনিবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক প্রাক মুহূর্তে রাজনৈতিক উত্তেজনা চরমে কল্যাণপুরে। অভিযোগ রাতের আঁধারে কংগ্রেস দলের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ ,
পরোক্ষভাবে অভিযোগের তীর শাসকদল আশ্রিত দুষ্কৃতিকারীদের দিকে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর ব্লক যুব কংগ্রেসের তরফ থেকে এক প্রতিনিধি দল কল্যাণপুর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস মালাকারের সাথে দেখা করে গোটা ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করে, পাশাপাশি অনতিবিলম্বে দৃর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় ব্লক যুব কংগ্রেসের তরফ থেকে।সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ দাবি করেন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল কংগ্রেসের কর্মী সমর্থকেরা কল্যাণপুর মোটর স্ট্যান্ড এবং সন্নিহিত এলাকা জুড়ে পতাকা লাগিয়ে কংগ্রেসের প্রচারসজ্জা
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
করেছিলেন, কিন্তু কে বা কারা সংশ্লিষ্ট পতাকাগুলো উপড়ে ফেলে দেয় বলে শ্রী দেবনাথ অভিযোগ করেন। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন ইতিপূর্বেও একাধিকবার কংগ্রেসের দলীয় অফিসে আক্রমণ সংঘটিত করা সহ লুটপাটের ঘটনাও সংঘটিত হয়েছিল। তিনি আরো দাবী করেন আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর জুড়ে কংগ্রেস এবং যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে এতটাই প্রতিক্রিয়া তৈরি হয় যে সাথে সাথে তারা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু যেহেতু মকর সংক্রান্তির পার্বণ চলছে তাই দলের তরফ থেকে আপাতত স্মারকলিপি প্রদানের মাধ্যমেই তাদের প্রতিবাদ জানানো হয়েছে, এবং পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করছেন সেই ব্যাপারে দল তীক্ষ্ণ দৃষ্টি নিবন্ধ করে রেখেছে বলে কার্তিক দেবনাথ দাবী করেন। সংশ্লিষ্ট ঘটনার
পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন যদি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ না করে তাহলে কংগ্রেস এবং যুব কংগ্রেস তীব্র আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে বলে কার্তিক দেবনাথ হুশিয়ারি দেন ।কল্যাণপুর থানায় আজকের এই প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশন প্রদান কর্মসূচিতে কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ, যুব কংগ্রেস নেতা উদ্ভব বিশ্বাস প্রমুখরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ