বিরল প্রজাতির প্রানী উদ্ধার-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২০ জানুয়ারি

শুক্রবার

পানিসাগর  প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্ব জ্বলাবাসা ৪ নং ওয়ার্ডের বাসিন্দার শ্রী সত্যেন্দ্র পালের বাড়িতে এক বিরল 

প্রজাতির প্রাণী আবির্ভাব ঘটে। সত্যেন্দ্র পালের ভাতিজা ধর্মেন্দ্র পালের সন্তান তখন ঘরে বসে পড়াশোনা করছিল। ঠিক সেই সময়ে ঘরে সুপার নিচে কিছু একটা দেখতে পায় ধর্মেন্দ্র শিশু সন্তান। সাথে সাথে তার বাবাকে বিষয়টি অবগত করে। তখন বাড়িতে অতিথি হিসেবে উপস্থিত থাকা জ্বলাবাসা বাজার এলাকার সজল দেবের  পুত্র জয়দীপ দেব অতি সাহসিকতার পরিচয় দিয়ে 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সেই প্রাণীটিকে আয়ত্তে নিয়ে আসে। প্রথমত বাড়ির লোকজন প্রাণীটিকে চিতা বাঘ বলে চিহ্নিত করে। সাথে সাথে স্থানীয় বন বিভাগ দপ্তরকে খবর পাঠালে ঘটনাস্থলে বনবিভাগের কর্মীরা এসে প্রাণীটিকে এক বিরল প্রজাতির ক্যাট বলে চিহ্নিত করে যার 

নাম লিউ কেটাস ক্যাট।স্থানীয় বন বিভাগের কর্মীরা প্রাণীটিকে উদ্ধার করে পানিসাগর মহাকুমার অন্তর্গত রোয়া অভয়ারণ্যে মুক্ত অবস্থায় ছেড়ে দেয় । এই বিরল প্রজাতির বিড়ালটিকে দেখতে উৎসাহিত জনতার ভিড় পরিলক্ষিত হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu