সবুজ ত্রিপুরা
৭ জানুয়ারি
শনিবার
কদমতলা প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরা জেলার ৫৫ নং বাগবাসা বিধানসভা কেন্দ্রে ১১ দফা দাবির ভিত্তিতে কালাছড়া ব্লকে গন ডেপুটেশনে মিলিত হলো ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস।তাদের উল্লেখযোগ্য
দাবি গুলির মধ্যে ছিল গ্রামীন এলাকার বেহাল রাস্তা সংস্কার,রেগা শ্রমিকদের মজুরি বৃদ্ধি,প্রতিটি ব্লক ও পঞ্চায়েতের আর্থিক খরছের হিসাব জনসম্মুখে পেশ করা,লাগামহীন দুর্নীতি রোধ,নারী নির্যাতন নারী ধর্ষণকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান,কৃষকদের ঋণ মুকুব,ধর্মনগর মহকুমায় সরকারি মহিলা কলেজ স্থাপন সহ অন্যান্য দাবি নিয়ে ছিল এদিনকার গন ডেপুটেশন।উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ সম্পাদক হাসিম তালুকদার,উত্তর ত্রিপুরা
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
জেলা সভাপতি বিমল নাথ,ব্লক সভাপতি রসময় নাথ,সহ অন্যান্যরা।পূর্ব নির্ধারিত সচি অনুযায়ী বুধবার বিকেল চার ঘটিকায় কালাছড়া ব্লক আধিকারিক এর নিকট তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন।ডেপুটেশন প্রদানের পূর্বে কালাছড়া বাজার থেকে এক সুসজ্জিত রেলি সংগঠিত করে জেলা তৃণমূল কংগ্রেস কর্মীরা।
হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতিতে রেলিটি পৌঁছায় কালাছড়া ব্লক প্রাঙ্গনে।সেখানে গিয়ে এক প্রতিনিধি দল মিলিত হন ডেপুটেশনে।পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উক্ত ডেপুটেশনের মূল উদ্দেশ্য সম্বন্ধে জানান তৃণমূল কংগ্রেসের উত্তর ত্রিপুরা জেলা সভাপতি বিমল নাথ।
0 মন্তব্যসমূহ