কলমচৌরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর নতুন সাইন্স বিল্ডিং এবং ডাইনিং হল ঘরের শুভ দারোদঘাটন অনুষ্ঠান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৭ জানুয়ারি

শনিবার

বক্সনগর প্রতিনিধিঃ ছাত্র-ছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে সুশিক্ষার মাধ্যমে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার আমুল শিক্ষার পরিবর্তন ঘটিয়ে চলেছে। যেহেতু শিক্ষাই হচ্ছে মানুষ গড়ার 

কারিগর এবং সমাজের মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন সম্ভব নয় সেই কথা মাথায় রেখে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মসূচির অঙ্গ হিসেবে কলমচৌড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় নতুন সাইন্স বিল্ডিং এবং ডাইনিং হল ঘরের উদ্ববন অনুষ্ঠান হয়ে গেছে আজ সকাল ১২ ঘটিকা হইতে। সাইন্সল্যাব নির্মাণ করতে বরাদ্দ হয়েছিল ১৬ লক্ষ ৬৪ হাজার এবং ডাইনিং হল ঘরের বরাদ্দ ছিল ১৪ লক্ষ ৬০ হাজার টাকা। বক্সনগর ব্লক উন্নয়নের আরেকটা নতুন পালক যুক্ত হল বটে।শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী প্রজন্মকে গঠনমূলক সুশিক্ষিত করে আদর্শ শিষ্টাচার নম্র ভদ্র মানুষ হিসেবে বিজ্ঞানভিত্তিক যুক্তি মাধ্যমে সমাজকে দেশকে রাষ্ট্রকে বিজ্ঞান ভিত্তিক মঙ্গলময় দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এরকম কর্মসূচি।আজ বেলা ১২ ঘটিকার সময় কলমচৌড়া ডাক্তার বি আর আম্বেদকর হল ঘরে অনুষ্ঠিত  সাইন্সল্যাব এবং ড্যাইনিং হল ঘরের শুভ উদ্বোধন প্রদীপ প্রজননের মাধ্যমে।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলমচৌড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এস এম সি কমিটির চেয়ারম্যান তথা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় সরকার। প্রধান শিক্ষক সম্মানীয় অতিথি দের ব্যাস এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন কলমচৌরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রীরা।উদ্বোধক ছিলেন শ্রীযুক্ত সঞ্জয় সরকার চেয়ারম্যান বক্সনগর পঞ্চায়েত সমিতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এরশাদ মিয়া ভাই চেয়ারম্যান বক্সনগর পঞ্চায়েত সমিতি। তাছাড়া সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর আর ডি ব্লকের এডিশনাল ভিডিও সঞ্জীব পাল এবং 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বক্সনগর আরডি ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল রহিম এবং দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর প্রধান শিক্ষক শান্তি দেববর্মা মহোদয় । স্বাগত ভাষণ প্রদান করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষক শান্তি দেববর্মা। উনি বর্তমান সরকারের শিক্ষামূলক ব্যবস্থার এবং শিক্ষার পরিকাঠামো সম্পর্কে সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিন ছাত্র ছাত্রীদের জন্য সায়েন্সের ল্যাব এবং সায়েন্সের যতসব জিনিসপত্র প্রয়োজন সেগুলি দেওয়ার জন্য আবেদন করেন এবং তার পাশাপাশি বিদ্যালয় যত তাড়াতাড়ি বিজ্ঞান বিভাগ খোলার জন্য আবেদন করেন। বিদ্যালয়ের ছাত্রীরা মনোমুগ্ধকর নৃত্য এবং গান পরিবেশন করে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আপ্লুত করে তুলে অনুষ্ঠানটি সার্বজনীন করে তোলেন। একে একে উদ্বোধক প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ভিডিও তাদের মূল্যবান ভাষণ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে রাখেন ছাত্র-ছাত্রীরা যাতে ভালোভাবে 

পটন পাটন করে আগামী দিন পড়াশোনা মনোনিবেশ করে এবং সাইন্সের বিষয়ে আরো দেন ধারণা জ্ঞান অর্জন করে তার জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা দাবি করেন।পরিশেষে সভাপতির বাসনে সমাপ্ত করে এবং সেখান থেকে এসেই ফিতা কেটে সাইন্স ল্যাব এবং ডাইনিং রুম টি উদ্ধগাঠন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu